আসানসোলের কুলটি থানার চিনাকুড়িতে চলল গুল🌊ি। অফিস ঢুকে এক ব্যবসায়ীকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কুলটি থানার পুলিশ।
জানা গিয়েছে মৃত ব্যবসায়ীর নাম উমাশঙ্কর চৌহান। তিনি একটি মাইক্রো ফিনান্স সংস্থার কর্ণধার। অফিসের কর্মীরা বলেন এক দুষ্꧃কৃতী মুখে গামছা বেঁধে এসে উমাশঙ্কর চৌহানকে পরপর কয়েক রাউন্ড গুলি করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যবসায়ীর। এই ♋ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন। লোকসভার আগে কলকাতা বিমানবন্দরে য🌄াত্রীর ব্যাগ খুলতেই উদ্ধার ১১ লক্ষ নগদ টাকা
উমাশঙ্করের অফিসের এক কর্মী রাজকুমার বলেন, ‘রবিবার উমাশঙ্কর চেন্নাই থেকে ফিরেছেন। এদিন সকালে আমার এখানে বসেছিলাম। এমন সময় এক জন এসে বলে যে তিনি টাকা দিতে এসেছেন। যার নাম করে টাকা দিতে এসেছিলেন, তাঁর নাম কখনও শুনিনি। এর পর ওই ব্যক্তি 🔯ফোনে কথা বলতে বলতে বাইরে বেরিয়ে যান। আমরা গাড়ির চালককে ওর পিছনে পাঠিয়েছিলাম। একটু পরে চালক এসে জানায় যে, তিনি চলে গিয়েছেন।'
আরও পড়ুন। নাকা তল্লাশিতে BJP নেতার গাড়🔥ি 𒁏থেকে উদ্ধার টাকার পাহাড়, শোরগোল জলপাইগুড়িতে
এর কিছুক্ষণ পর ওই ব্যক্তিই মুখে গামছা বেধে আসে। অফিসে ঢুকে উমাশঙ্করকে লক্ষ্য করে চার-পাঁচ বার ༒গুলি চালায়। গুলি লেগে মাটিতে পড়ে যেতে দেখেই আততায়ী দৌড়ে বেরিয়𓄧ে যায়।
আরও পড়ুন। কথা অমানဣ্য করে জামাইবাবুর সঙ্গে মেলায় তরুণী, ভিডিয়ো কলে আত্মহত্য়া প্রেমিকের
পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে গিয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নিꦓ।