গ্রেফতারির পর সন্দেশখালির গুন্ডা শেখ শাহজাহানকে দল থেকে সাসপেন্ড করেছে তৃণমূল। তবে তাতে থোড়াই কেয়ার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। ধর্ষণের মতো গুরুতর ধারায় অভিযুক্তের পাশে দাঁড়িয়ে কুরুচির মন্তব্য করা♛র অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। উদয়নের মন্তব্যের ♔তীব্র নিন্দা করেছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: ‘আমার কথা সত্যি হল তো’, 🧸শাহজাহান গ্রেফতারের পর বল𒀰লেন সিপিএম নেতা নিরাপদ সর্দার
শাহজাহানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়💮া জানাতে গিয়ে উদয়ন বলেন, ‘ভুলের শিকার শেখ শাহজাহান। বেশ কায়দা করে ওকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। ওই যে ইডির গায়ে হাত পড়েছে। সেটার পর থেকে এই সব ঘটনাগুলো ঘটছে। আগে কোনও দিন শেখ🌃 শাহজাহানের সম্পর্কে এই অভিযোগগুলো আমরা শুনিনি। পিঠে খাওয়ার শখ যে শুধু রাত ১২টায় হয় এটা আমার জানা ছিল না। আমার জানা ছিল, এই সব দুষ্টুমি প্রথম রাতে নয় ভোর রাতে হয়’।
উদয়নের মন্তব্যের নিন্দা করে লকেট বলেন, ‘এর পরেও এদের লজ্জা নেই? সন্দেশখালির মহিলারা যে ভাবে আওয়াজ তুলেছে। শেখ শাহজাহান যে ভাবে দিনের পর দিন মহিলাদের পার্ট🅺ি অফিসে নিয়ে গিয়ে অত্যাচার করত, মনোরঞ্জন করত, করে মহিলাদের ফেলে দিয়ে যেত এর পর আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী এই ধরণের কথা বলছেন? এই সব লোকেদের শুধু মহিলাদের হাতে তুলে দেওয়া হোক। গাছে বেঁধে এদেরকে মারা উচিত। এই সব লোকেরা কী করে মন্ত্রী হল? কী করে মানুষের কাছে পৌঁছল? কী করে এই জায়গায় গেল মাঝে মাঝে জানতে ইচ্ছা করে’।
আরও পড়ুন: ‘BJP এবং সন্দেশখালির মহিলাদের আন্দোলনের জন্য…’ শাহজাহানের গ্রেফতারি🥀 নিয়ে সুকা🃏ন্ত
বলে রাখি, দিন কয়েক আগে উদয়নের খাসতালুক দিনহাটার এক মহিলা অভিযোগ করেন, তাঁকে মাঝ রাতে পিঠে কꦉরার জন্য ডাকতে এসেছিলেন কয়েকজন তৃণমূল নেতা। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এক বিজেপি নেত্রী।