সন্দেশখালি থেকে গ্রেফতার হওয়া (বর্তমানে জামিনে মুক্ত) প্রাক্তন বাম বিধায়ক বারবার দাবি করেছিলেন, শেখ শাহজাহান সন্দেশখালিতে আছেন। তাঁর দাবি ছিল, তৃণমূলের ছত্রছায়ায় রয়েছেন সন𝓰্দেশখালির বেতাজ বাদশা। ঠিক সন্দেশখালি না হলেও তার অদূরে মিনাখাঁ থানার বামনপুকুর থেকে গ্রেফতার করা হয়েছে শাহজাহানকে। এত দিন তিনি কোথায় লুকিয়েছিলেন তা জানাতে চায়নি পুলিশ। সব দেখে শুনে প্রবীণ সিপিএম নেতার প্রতিক্রিয়া, 'তাহলে আমার কথা সত্যি হল'।
নিরাপদের অভিযোগ ছিল, সন্দেশখালি নিয়ে তিনি বারবার রাজ্য সরকারকে সতর্ক করে দিতে চেয়েছিলেন। কিন্তু♔ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই বাস্তবতাকে মেনে নিতে চাননি। বিধায়ক থাকাকালীন একাধিকবার সন্দেশখালি নিয়ে বিধানসভায় অভিযোগ জানাতে চেয়েছিলেন নিরাপদ। কিন্তু তাঁকে সেই অভিযোগ জানাতে দেওয়াই হয়নি।তৎকালীন ডেপুটি স্পিকার সোনালী গুহ তাঁর মাইকও বন্ধ করে দিতেন বলে অভিযোগ করেন তিনি। যদিও, সেই দাবি উড়িয়ে দিয়েছেন সোনালী গুহ।
শাহজাহানের গ্রেফতারির খবর প🧜াওয়ার পর নিরাপদ সর্দার বলেন, '৫৫ দিন আগে যদি শাহজাহানকে গ্রেফতার করা হত তাহলে সন্দেশখালির পরিস্থিতি আজকের মতো হত না। মহিলাদের নামতে হত না রাস্তায়।' তিনি আরও বলেন, 'আমি আগেই বলেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন বলবেন। উনি তখনই শাহজাহানকে গ্রেফতার করাব♚েন যখন তাকে সঠিক রক্ষাকবচ দিতে পারবেন। আজ ওনাদের মনে হয়েছে চাপ বাড়ছে। তাই ধরিয়ে দিয়েছেন।'
আরও পড়ুন। সন্দেশখালিবাসীদে🍌র অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হ💟ননি শেখ শাহজাহান, জানালেন ADG
গ্রেফতারির আগে বাম বিধায়ক বলেছিলেন শাহজাহানকে নাকি ‘নিরাপত্তা', দিচ্ছে রাজ্য পুলিশ। আজও সেই একই কথা আবারও বলেন তিনি। নিরাপদ বলেন, 'বারব🔯ার বলেছি শাহজাহান পুলিশের ঘেরাটোপে আছে। 𒈔সেটা প্রমাণ হল।'
এডিজি-র সাংবাদিক বৈঠক
আজ সংবাদমাধ্যমকে সুপ্রতিম সরকার জানান, মিনাখাঁ থানার 🍷বামনপুকুর থেকে গ্রেফতার করা হয়েছিল শাহজাহানকে। তবে এতদিন শাহজাহান কোথায় লুকিয়ে ছিলেন, এই প্রশ্নের জবাব 'তদন্তের স্বার্থে' দিতে চাননি এডিজি। এই বিষয়ে আদালতকেই সব জানানো হবে বলে দাবি করেন তিনি।
শাহজাহান কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার বিষয়টি নিয়েও মুখ খোলেন এডিজি (দক্ষিণবঙ্গ)। তিনি আজ বলেন, 'সংবাদমাধ্যমে লাগাতার বলা হয়েছে পুলিশ ইচ্ছাকৃত ভাবে শাহজাহানকে গ্রেফতার করছে না। আমি স্পষ্ট করে বলতে চাই, এটা ঠিক নয়। এটা পুরোপুরি ভুল এবং এটা অপপ্রচার। এতদিন আমাদের আইনি বাধ্যবাধকতা ছিল। দু'দিন আগে মাননী𝓀য় হাই কোর্টের তরফ থেকে বিষয়টি স্পষ্ট করে দেওয়াহয়। আদালত জানায়, শাহজাহানের গ্রেফতারির উপরে কোনও বিধিনিষেধ নেই। তখনই আমরা জোরকদমে তল্লাশি শুরু করি। গত রাতে মিনাখাঁ থানার বামনপুকুর অঞ্চল থেকে শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়।'