পাঁচ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করল এক কিশোরী। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চলের ছড়িয়েছে। ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার সোদপুর পিয়ারলেস নগরের। আশঙ্কাজ♏নক অবস্থায় ওই কিশোরীকে ভর্তি করা হয়েছে হাসপা𝕴তালে। ওই কিশোরীর নাম সৃজা রায় (১৫)। জানা গিয়েছে, ওই কিশোরী একজন ইউটিউবার। কী কারণে এমন কাণ্ড ঘটাল ওই কিশোরী তা বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা।
স্থানীয় স𒁃ূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ আবাসনের পাঁচতলার ছাদ থেকে ঝাঁপ দেয় ওই কিশোরী। বাবা মাকে ঘরের মধ্যে আটকানোর জন্য বাইরে থেꦚকে দরজা বন্ধ করে দেয় ওই কিশোরী। পরে প্রতিবেশী একজন ঘরের ভিতর থেকে চিৎকার চেঁচামেচি শুনে দরজা খুলে দেন। এরপর তাঁরা ছাদে গিয়ে দেখেন ততক্ষণে ঝাঁপ দিয়েছে তাঁদের মেয়ে। তড়িঘড়ি তাঁরা প্রথমে মেয়েকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যান পরে সেখান থেকে নিয়ে যান আরজিকর হাসপাতালে।
স্থানীয়রা জানাচ্ছেন, ওই কিশোরী একজন ইউটিউবার এবং টিকটকার হিসেবে পরিচিত। কী কারণে কিশোরী এমন কাণ্ড ঘটিয়েছে সে সম্পর্কে কোনও ধারণা করতে পারছেন না স্থানীয়রা। তবে তাঁদের অনুমান, পারিবারিক সমস্যার কারণে হয়তো নবম শ্রেণির ছাত্রী ওই কিশোরী আত্মহত্যার চেষ্টা করেছে। আবাসনের বাসিন্দা চঞ্চল মিত্র জানান, ওই আবাসনে নতুন এসেছে কিশোরী এবং তার পরিবার। ফলে তাঁদের সঙ্গ অন্যান্য আবাসিকদের খুব ভালো সম্পর্ক গড়ে ওঠেনি। তবে এই ধরনের ঘটনায় দুশ্চিন্তার মধ্যে রয়েছেন অন্য আꦇবাসিকরা। আবাসনের ছাদের দরজা যাতে সবসময় বন্ধ রাখা হয় তা নিয়ে ব্যবস্থা করা হবে বলে তিনি জানিয়েছেন। ঘটনায় তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ।