পুত্রবধূ চোখের বালি। তাই সুপারি দিয়ে 🎃ছেলের বউকে অপহরণ করার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। যাদের এই সুপারি দেওয়া হয় তারা বারুইপুরের একটি বাড়িতে ওই গৃহবধূকে দু’দিন আটকে রাখে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনা জানাজানি হতেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত শাশুড়ি। আর ওই অপহর♏ণের জাল ভেদ করে বৌমা বেরিয়ে আসায় গোটা ঘটনা প্রকাশ্যে চলে আসে। এই গৃহবধূর অভিযোগের ভিত্তিতে পুলিশ শাশুড়িকে গ্রেফতার করে।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, ধৃত শাশুড়ির নাম পরী মণ্ডল। তাঁর বিরুদ্ধে ৩৬৩, ৩৬৫, ৪১৯, ৩৮৬ এবং ১২০বি ধারা🍒য় মামলা দায়ের করেছে পুলিশ। তবে অপহরণকারীরা পলাতক। গৃহবধূকে কিডন্যাপ করানোর জেরে ২ লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল। তাদের সন্ধানে তল্লাশি চা💖লাচ্ছে পুলিশ। জেরা করা হচ্ছে শাশুড়িকে। এমনকী গৃহবধূর বয়ান রেকর্ড করা হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
কেমন করে অপহরণ করা হয়েছিল? সূত্রের খবর, ওই গৃহবধূকে পুলিশ পরিচয় দেয় দু’জন যুবক–যুবতী। এমনকী বারুইপুরের পুলিশ সুপারের অফিস থেকে আসছি বলে গৃহবধূকে তুলে নিꦿয়ে চলে যায় দুষ্কৃতীরা। তারপর থেকে আর কোনও খোঁজ ছিল না। অপহরণ করে ওই গৃহবধূকে বারুইপুরের একটি বাড়িতে আটকে রাখা হয় ৷ পরবর্তী নির্দেশ পেলে সেই মতো কাজ𒁏 করার জন্যই আটকে রাখা হয় গৃহবধূকে। ওখান থেকে একজনের সাহায্যে তিনি বেরিয়ে চলে আসেন তিনি। তারপর এই ঘটনায় অভিযোগ জানানো হয় নরেন্দ্রপুর থানায়।