বেআইনিভাবে রেল লাইনে উঠে পড়া মোটর ভ্যানের সঙ্গে সংঘর্ষ হল দিঘাগামী লোকাল ট্রেনের। রবিবার সকাল সা𝕴ড়ে ১০টা নাগাদ নাচিন্দা স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষে ট্রেনটির সামনের কিছু অংশ ক্ষতিগ্রস🐻্ত হয়েছে। তবে কোনও হতাহতের খবর নেই।
আরও পড়ুন: ‘জ্ঞানেশ্বরীর দায় নেবেন তো!’ ছ🦂ত্রধর প্রসঙ্গে মমতা𝔍কে নিশানা শুভেন্দুর
পড়তে থাকুন: ভোটের মধ্যে তৎপর কেন্দ্রীয় এজেন্সি, BJ♚P কর্মী খুনের তদন্তে পূর্ব মেদিনীপুরে NIA
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ৮টা ৫৩ মিনিটে পাঁশকুড়া ছাড়ে দিঘা লোকাল। সকাল সাড়ে ১০টা নাগাদ হেঁড়িয়া ও নাচিন্দা স্টেশনের মাঝে একটি বালিমাটি বোঝাই মোটর ভ্যান রেল লাইনꦑে আটকে যায়। সজোরে ভ্যানটিতে ধাক্কা মারে ট্রেনটি। ধাক্কায় ভ্যানটি রেল লাইন থেকে ছিটকে নীচে পড়ে। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে থেমে যায় ট্রেনটি। কাউক্যাচার-সহ 🌺ট্রেনের সামনের অংশ দুমড়ে যায়। ঘটনার পর প্রায় ১ ঘণ্টা সেখানেই দাঁড়িয়েছিল ট্রেনটি। বেলা সাড়ে ১১টা নাগাদ ফের সেটি গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।
এক যাত্রী জানিয়েছেন, আমি পরিবার নিয়ে দিঘা বেড়াতে যাচ্ছিলাম। হঠাৎ ঝাঁকুনি দিয়ে ট্রেনটি দাঁড়িয়ে যায়। তার পর জানতে পারি ট্রেনের সঙ্গে 🌃মোটর ভ্যানের সংঘর্ষ হয়েছে। বরাতজোরে বেঁচে গিয়েছে। চালককে অসংখ্য ধন্যবাদ।
আরও পড়ুন: ‘পিসি-ভাইপোকে ছাড়ব না…হাꦬরিয়ে দেখাব,’ জেল থেকে বেরিয়েই বিস্ফোরক সন্দেশখালির মাম্পি
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেআইনিভাবে বালিমাটি বোঝাই মোটরভ্যানটি রেল লাইন পার করার চেষ্টা করছিলেন চালক। তখনই হঠাৎ ভারী মোটরভ্যানটির চাকা রেল লাইনে আটকে যায়। চালক চেষ্টা করেও মোটরভ্যানটি রেল লাইন থেকে নামাতে প🉐ারেননি। তখনই লাইনে চলে আসে দিঘাগামী লোকালটি। ট্রেন আসতে দেখে ভ্যান ছেড়ে পালান চালক। ওদিকে রেল লাইনের ওপর মোটরভ্যান দেখে ব্রেক কষেন ট্রেনের চালক। তাতে ট্রেনের গতি অনেকটা কমলেও শেষ পর্যন্ত মোটরভ্যানে এসে ধাক💧্কা মারে ট্রেনটি।
দুর্ঘটনার খবর পেয়ে রেলকর্মীরা ঘ🐻টনাস্থলে পৌঁছন। ট্রেন চলাচল আপাতত স্বাভাবি꧃ক।