কংগ্রেসে ফিরতে পারেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নুর। এমনই দাবি তাঁর মামা তথা মালদা দক্ষিণের সাংসদ আবু হাসেম খান চৌধুরী ওরফে ডালু সাহেব। সঙ্গে তাঁর দাবি, কংগ্রেসে ফিরতে পারেন তাঁর ভাই আবু নাসের খান চৌধুরীও।গনিখান চৌধুরীর মৃত্যুর পর মালদার কোতয়ালি ভবনের জৌলুস কমেছে ধীরেধীরে। কোতয়ালি ভবনের ঘনিষ্ঠরা তৃণমূলে যোগ দিয়েছেন বহুদিন আগেই। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগ দেন কতয়ালি পরিবারের অন্যতম সদস্য মৌসম বেনজির নুর। লোকসভা নির্বাচনে বিজেপির কাছে হার হয় তাঁর। এর পর রাজ্যসভার সাংসদ করে মৌসমকে দিল্লি পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মৌসমের কংগ্রেসে ফেরার জল্পনায় শোরগোল পড়েছে তৃণমূলে।ডালুবাবু জানিয়েছেন, ‘কোতয়ালি পরিবারে কোনও বিভেদ নেই। কোতয়ালি পরিবার রাজ্যে কংগ্রেসের অন্যতম প্রতীক। লেবুদা (আবু নাসের খান চৌধুরী) কংগ্রেসে ছিলেন না। উনি তৃণমূলে গিয়েছেন। পরে মৌসম গিয়েছে। আমরাও চিন্তা করছি, ওরাও করছে। আবার যদি একসঙ্গে কাজ করি।’এব্যাপারে মৌসমের প্রতিক্রিয়া, ‘কারও সঙ্গে এব্যাপারে কোন কথা হয়নি। দলের কাজে আছি। এব্যাপারে কিছু বলতে পারব না’।