এবার বিজেপি বিধায়ককে খুনের হুমকি দিয়ে পোস্টার পড়ল বলে অভিযোগ উঠেছে। কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের বি💛রুদ্ধে খুনের হুমকি দিয়ে পোস্টার পড়েছে। এই পোস্টার প্রকাশ্যে আসতেই তিনি কল্যাণী থানায় অভিযোগ জানান। তবে একটি পোস্টার নয়, একাধিক পোস্টার পড়েছে কল্যাণী বিধানসভা এলাকায়। তাতেই ছড়িয়েছে চাঞ্চল্য।
ঠিক কী লেখা আছে পোস্টারে? এই পোস্টারে লেখা আছে, ‘আপনার হাতে সময় খুব কম, আপনি সাবধান। অম্বিকা আপনি ঠিকভাবে কাজ করুন, না হলে আপনার হাতে সময় খুব কম, সাবধান।’ কল্যাণী বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের অফিসের বাইরে একাধিক দেওয়ালে এই পোস্টার দেখা যায়। রাস্তাঘাটেও এমন পোস্টার পড়েছে। বিজেপি বিধায়ক অমℱ্বিকা রায় পোস্টারগুলি দেখার পর কল্যাণী থানায় খবর দেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছেন।
পোস্টার নিয়ে বিধায়কের প্রতিক্রিয়া কী? বিজেপি বিধায়ক অম্বিকা রায় বলেন, ‘আমার ব্যক্তিগত কারও ♐সঙ্গে শত্রুতা নেই। রাজনৈতিক কারণেই এই পোস্টার মারা হয়েছে। আর তৃণমূল কংগরেস আশ্রিত দুষ্কৃতীরা কার্যত আমাকে খুনের হুমকি দিয়ে এই পোস্টার মেরেছে। কয়েক♏দিন আগে গয়েশপুর এলাকায় একটি খুন হয়। আর গয়েশপুরে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা বিজেপি কর্মীরা আক্রান্ত হয়। সেখানেও আমি প্রতিবাদ জানাতে গিয়েছিলাম। আমি এই পোস্টারের ঘটনার পর কল্যাণী থানা খুনের হুমকি লিখিত অভিযোগ দায়ের করেছি।’
তৃণমূল কংগ্রেসের বক্তব্য কী? বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের 🎃তোলা অভিযোগ অস্বীকার করেছেন কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসে সভাপতি অরূপ মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘অম্বিকা রায়ের কোন সংগঠন নেই। তাঁকে সাধারণ মানুষ আর দেখতে পায় না। তাই বিজেপির মধ্যে গোষ্ঠীকোন্দলের জেরেই এই ঘটনা ঘটেছে।’ যদিও লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ।