গত বৃহস্পতিবার থেকে রাজ্যে বিক্ষিপ্ত ভাবে একাধিক জেলা থেকে হিংসার ছবি উঠে এসেছে। এই আবহে রবিবার হাওড়া, মুর্শিদাবাদ তুলনামূলক শান্ত থাকলেও হিংসার আঁচ এশে লাগে নদিয়ায়। পয়গম্বর হজরত মহম্মদের বিয়ে নিয়ে বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার মন্তব্যের প্রতিবাদে গতকাল মিছিল বের হয়েছিল বেথুয়াডহরিতে। সেই মিছিলই হিংসাত্মক রূপ নেয়। এর প্রতিবাদে এবার বড় পদক্ষেপ স্থানীয় ব্যবসায়ী সমিতির। প্রতিবাদের নামে বিক্ষোভকারীদের তাণ্ডবের প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ী সমিতি ৭২ ঘণ্টা ব্যবসা বন্ধের ডাক দিয়েছেন বেথুয়াডহরিতে। (হিংসা সম্পর্কিত যাবতীয় লাইভ আপডেট)
উল্লেখ্য, গতকাল বেথুয়াডহরি স্টেশনে তাণ্ডব চালায় বিক্ষোভকারীরা। যার পর রেলের তরফে জানানো হয়, ট্রেন চালানোর মতো পরিস্থিতি নেই। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, রানাঘাট-লালগোলা লোকাল ট্রেন দাঁড়িয়ে ছিল। তাতে অবাধে ꧃ভাঙচুর চলেছে। যাত্রীরাও ভিতরে ছিলেন। ট্রেনে ভাঙচুর ও গন্ডগোলের অভিযোগে ২০ জনকে গ্রেফতার করা হয়। বেথুয়াডহরি ꦿস্টেশনে বিপুল সংখ্যায় মোতায়েন করা হয় জিআরপি।
এদিকে বিক্ষোভকারীরে কেবল মাত্র স্টেশনে তাণ্ডব চালিয়ে থেমে থাকেনি বেথুয়াডহরিতে। সেখানে হাসপাতাল চত্বরে ভাঙচুর চালানো হয়। অভিযোগ, মিছি🍌ল বেথুয়াডহরি বাজারের কাছে এলে রাস্তার পাশের বাড়ি ও দোকানে ভাঙচুর শুরু করে মিছিলে অংশগ্রহণকারীরা। যার জেরে ৩৪ নম্ব🦹র জাতীয়সড়ক সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলে নাকাশিপাড়া থানার পুলিশ পৌঁছেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে পরিস্থিতি সামলাতে নাকাশিপাড়া ব্লকে রবিবার রাত থেকে ১৪৪ ধারা জারি করে। এই ঘটনায় প্রবল ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। এর প্রেক্ষিতেই ব্যবসা বন্ধের ডাক ব্যবসায়ীদের।