শিলিগুড়িতে এখন নয়া আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে অ্যাসিড পোকার আক্রমণ। দার্জিলিং জেলার বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ অ্যাসিড পোকার আক্রমণে বিধ্বস্ত। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং উত্তরবঙ্গ 💎মেডিক্যাল কলেজের কয়েকজন পড়ুয়াও এই পোকার আক্রমণের শিকার হয়েছেন। এই বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। বর্ষার পর পোকামাকড়ের উপদ্রব বেড়েছে। তার মধ্যেই শিলিগুড়িতে হঠাৎ হানা দিচ্ছে অ্যাসিড পোকা।
কী এই অ্যাসিড পোকা? 𓆏চিকিৎসকদের সূত্রে খবর, এই পোকা এক ধরনের মাছি। যাকে নাইরোবি মাছিও বলা হয়ে থাকে। এই পোকার কামড়ে একাধিক মানুষ আক্রান্ত হচ্ছেন। নাইরোবি মাছির থেকে টক্সিন নামে এক ধরনের ক্ষতিকারক পদার্থ বেরোয়। আর তাতেই মানুষের চামড়ায় ফোসকা পড়ে যায়। পোকাটি কামড়ে হুল ফোটায়। পোকাটির শরীরে ‘পিডেরিন’ ন🍸ামক বিষাক্ত ও ক্ষতিকর পদার্থ থাকে। যা মানুষের ত্বক এবং কোষের মারাত্মক ক্ষতি করে।
কী উদ্যোগ নেওয়া হয়েছে? এই পোকার হামলা নিয়ন্ত্রণে উদ্যোগী হয়েছে দার্জ🌟িলিং জেলা প্রশাসন। তাদের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। অ্যাসিড পোকা নিয়ে ভয়ের কিছুই নেই বলে দাবি করছেন পুরকর্তারা। শুধু মানুষকে একটু সচেতন থাকতে হবে। তাহলেই এই পোকার বাড়বাড়ন্ত প্রতিরোধ করা যাবে। বাড়ির চারিদিক ও জলাধার পরিষ্কার–পরিচ্ছন রাখা, সন্ধ্যের আগে বাড়ির দরজা, জানালা বন্ধ রাখা, ঘরে সাদা আলোর পরিবর্তে হলুদ আলো ব্যবহার করতে হবে। ঘুমোনোর সময় 𒉰মশারি টাঙানো এবং আলো নিভিয়ে দেওয়া, বিছানার চাদর, বালিশ, তোষক পরিষ্কার🌜 রাখতে বলা হচ্ছে।