পূর্ব মেদিনীপুরে সমবায় নির্বাচনে বিরোধী জোটের কাছে ফের হারল তৃণমূল। এবার নন্দকুমারের জগৎপুর শীতলা সমবায় সমিতির ভোটে তৃণমূলকে ৫১ – ১১ ভোটে হারাল বিজেপি, সিপিএম, কংগ্রসের জোট।জগৎপুর শীতলা সমবায় সমিতির নির্বাচনে ৬২টি আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল। পালটা প্রার্থী দিয়েছিল বিরোধীদের জোট সমবায় উন্নয়ন সমন্বয় সমিতি। রবিবার বিকেলে ভোট গণনার পর দেখা যায় ৬২টি আসনের মধ্যে ৫১টি দখল করেছে বিরোধীরা। যার ফলে সমবায় সমিতির পরিচালন কমিটি গিয়েছে বিরোধীদের দখলে।ফল প্রকাশের পর স্থানীয় এক বিজেপি নেতা বলেন, জগৎপুর পঞ্চায়েতকে তৃণমূলের দুর্নীতির হাত থেকে বাঁচাতে এলাকার মানুষ জোট বেঁধেছেন। এর মধ্যে ডান – বাম সবাই আছে। এই জোটই আগামী পঞ্চায়েত নির্বাচনের জোট। এই জোটই দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে রাজ্য থেকে উৎখাত করবে।গত ৮ নভেম্বর পূর্ব মেদিনীপুরের মহিষাদলের একটি সমবায় নির্বাচনে বিপুল জয় হয় বিরোধীদের। ওই নির্বাচনে অধিকাংশ আসনে প্রার্থীই দিতে পারেনি তৃণমূল। যদিও পরে বামেদের সঙ্গে জোটের কথা অস্বীকার করে বিজেপি। বিজেপির সঙ্গে জোটের কথা অস্বীকার করে বামেরাও। তবে পরে এলাকার বেশ কয়েকজন বিজেপির সঙ্গে হাত মেলানোর অপরাধে দল থেকে বহিষ্কার করে সিপিএম।