রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের ২টি পঞ্চায়েত সমিতির ২টিতেই প্রধান হল বিজেপির। এর মধ্যে নন্দীগ্রাম ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে আগে থেকেই বিজেপির সংখ্যাগরিষ্ঠতা ছিল। নন্দীগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতিটে টাই হওয়ায় লটারিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিজেপির শ্যামল সাহু।৩০ আসনের নন্দীগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতিতে ১৫টি করে আসন পেয়েছিল তৃণমূল ও বিজেপি। সোমবার সেখানে বোর্ড গঠনের সভায় শেষমেষ লটারি হয়। তাতে তাতে জিতে সভাপতি হয়েছেন শ্যামল শাহু। সেখানে সহ সভাপতি হয়েছেন তৃণমূলের জয়ন্তী মণ্ডল। নন্দীগ্রাম ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে এমনিতেই বিজেপির সংখ্যাগরিষ্ঠতা ছিল। সেখানে সভাপতি নির্বাচিত হয়েছেন বর্ণালী মণ্ডল। সহ সভাপতি নির্বাচিত হয়েছেন মমতা পাত্র।এদিন পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনকে কেন্দ্র করে টানটান উত্তেজনা ছিল বিডিও অফিসের বাইরে। মোতায়েন ছিল প্রচুর পুলিশ ব়্যাফ। বিজেপির তরফে নন্দীগ্রাম থানার আইসির কাছে তৃণমূলের বিরুদ্ধে বেআইনি জমায়েত করার অভিযোগ করা হয়। এদিন পূর্ব মেদিনীপুরের ২৫টি পঞ্চায়েত সমিতিতে বোর্ড গঠন হয়েছে। তার মধ্যে ২১টিতে বোর্ড গঠন করতে পেরেছে তৃণমূল।