বিধানসভা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির গাড়়ি। হাওড়ার সাঁতরাগাছির কাছে গড়ফায় বিধায়কের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়ি সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও বিধায়কের কোনও আঘাত লাগে নি।সোমবার সকালে বিধানসভা যাচ্ছিলেন নৌশাদ। সেই সময় হাওড়ায় কোনা এক্সপ্রেসওয়েতে তাঁর গাড়ির সামনে একটি খাবার সরবরাহকারীর গাড়ি আচমকা দাঁড়িয়ে যায়। নিয়ন্ত্রণ রাখতে না পেরে বিধায়কের গাড়ি ধাক্কা মারে সামনের গাড়িতে। তাঁর গাড়ির বনেট দুমড়ে-মুচড়ে যায়। বিধায়ক এবং তাঁর চালক সুরক্ষিত রয়েছেন। পরে অন্য একটি গাড়ি করে বিধায়ক বিধানসভার উদ্দেশে রওনা দেন।এই ঘটনাকে কোনও সাধারণ দুর্ঘটনা হিসাবে দেখছেন না বিধায়ক, তাঁর প্রশ্ন, ‘ সিগনাল না থাকা সত্ত্বেও হঠাৎ আমার গাড়ির সামনে কেন একটি গাড়ি দাঁড়িয়ে পড়ল তা বুঝতে পারলাম না।’ তবে তিনি আশঙ্কা করছেন এই ঘটনার পিছনে চক্রান্ত থাকতে পারে। এই দুর্ঘটনার পর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়।