কালিয়াগঞ্জের সাহেবঘাটায় নিহত কিশোরীর পরিবার🦋ের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘অযোগ্য’ বলে মন্তব্য করলেন NCPCR-এর চেয়ারপার্সন প্রিয়ঙ্ক কানুনগো। রবিবার রায়গঞ্জের কর্ণজোড়ায় সার্কিট হাউজের সামনে সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেন তিনি। অভিযোগ করেন, আগাম জানানো সত্বেও NCPCRএর দ𒀰লের সঙ্গে দেখা করতে আসেননি এই ঘটনার তদন্তকারী আধিকারিক।
এদিন প্রিয়ঙ্ক কানুনগো বলেন, ‘আমরা সকালে গিয়ে নাবালিকার মা, অন্যান্য পরিজন, বান্ধবী, খুড়তুত𝄹ো বোন, বাবার সঙ্গে কথা বলেছি। ত൩ারা সবাই আমাদের কাছে তাঁদের বক্তব্য রেকর্ড করিয়েছেন’।
তিনি বলেন, ‘আমরা ২ দিন আগে প্রশাসনকে জানিয়েছিলাম, NCPCR-এর প্রতিনিধি দল এই মামলার তদন্তকারী আধিকারিক ও নাবালিকার দেহের ময়নাতদন্তকারী চিকিৎসকের সঙ্গে দেখা কর🐲তে চায়। আমরা বেলা সাড়ে ১১টায় তাঁদের সঙ্গে দেখা করতে চাই বলে জানিয়েছিলাম। তার পর ১ ঘণ্টার বেশি অতিক্রান্ত হয়েছে। কিন্তু কেউ আমাদের সঙ্গে দেখা করেননি। পুলিশ যতক্ষণ নির্যাতিতার পরিবারের সদস্যদের বয়ান না নিচ্ছে ততক্ষণ এব্যাপারে কোনও সিদ্ধান্তে আসা সম্ভব নয়। নির্যাতিতার পরিবারের তরফে আমাদের জানানো হয়েছে, এখনো পর্যন্ত তাঁদের পরিবারের কারও বয়ান পুলিশ নথিভুক্ত করেনি’।
এর পর রবিবার সকালে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের করা টুইট নিয়ে NCPCR-এর চেয়ারম্যানের প্রতিক্রিয়া চান সাংবাদিকর🌳া। জবাবে প্রিয়ঙ্ক কানুনগো বলেন, ‘একজন অযোগ্য মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় একটি অযোগ্য সরকারের হয়ে কাজ করছে এমন কোনও অযোগ্য কর্তৃপক্ষ সম্পর্কে আমি কোনও মন্তব্য করি না’।