আজ, রবিবার সকাল থেকেই গঙ্গাসাগরের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ৪০ থেকে ৪৫ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া। এদিন সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ দেখা যায়। তার জেরে গঙ্গাসাগরের সি–ব্রিজ চত্বরে যে সমস্ত দোকানগুলি ছিল সেগুলি ইতিমধ্যেই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে নদী সংলগ্ন উপকূলবর্তী বিভিন্ন এলাকায় চলছে মাইকিং প্রচার। আজ উপকূলে মেঘলা আকাশ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আংশিক মেঘলা আকাশ থাকবে ꦇবাকি জেলাগুলিতেও। আগামী কাল, সোমবার থেকে আবার তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
এদিকে ঘূর্ণিঝড় মোখার কারণে সকালཧ থেকেই ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা এলাকার বিভিন্ন নদী বাঁধ উপকূলবর্তী এলাকাতে মাইকিং প্রচার শুরু হয়েছে। সেখানে নেমেছে এনডিআরএফ–এর স্পেশাল একটি টিম। স্থানীয় মৎস্যজীবী থেকে শুরু করে গ্রামবাসীদের সচেতন করা হয়। সকাল থেকে এখানে সচেতনতার কাজ শুরু হয়েছে। দিঘাতেও মাইকিং চলছে। উপকূলে ঘূর্ড়িঝড়ের প্রভাব পড়লে যাতে ঠেকানো যায় তার জন্যই আগাম সতর্কতা নেওয়া হয়েছে।
অন্যদিকে কোনওভাবে গভীর সমুদ্রে মৎস্যজীবী༺রা🍃 মাছ ধরতে না যায় তার জন্য সচেতন করার কাজ শুরু হয়েছে। নারায়ণপুরে একটি সচেতনতামূলক ক্যাম্প চালু করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ঘূর্ণিঝড় মোখার কারণে আজ, রবিব🌃ার থেকেই দক্ষিণবঙ্গের🔯 বিভিন্ন এলাকায় বিকালের পর বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টিপাত এবং ঘন্টায় ৪০ থেকে ৪৫ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সকাল থেকে প্রশাসনের পক্ষ থেকে নদী উপকূলবর্তী বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচার করা হচ্ছে।