আবাস যোজনার তালিকায় তাঁর বাবার নাম থাকার ঘটনায় তৃণমূলকে কাঠগড়ায় তুললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। রবিবার এই নিয়ে শোরগোল শুরু হলে তিনি বলেন, তাঁকে বদনাম করতে ষড়যন্ত্র করে তাঁর বাবার নাম আবাস যোজনার তালিকায় তুলেছে তৃণমূল। ইতিমধ্যে সেই নাম বাদ দেওয়ার আবেদনও করেছেন তাঁর বাবা।শনিবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কোচবিহারের পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, নিশীথ প্রামাণিকের বাবা বিধুভূষণ প্রামাণিকের নাম আবাস যোজনার তালিকায় রয়েছে। নিজের প্রভাব ব্যবহার করে এই কাজ করেছেন নিশীথ প্রামাণিক। এর পরই বিতর্ক শুরু হয়। কী করে মন্ত্রীর বাবার নাম আবাস যোজনার তালিকায় এল তা নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল।তার জবাবে রবিবার নিশীথ প্রামাণিক জানিয়েছেন, তাঁকে বদনাম করতে তাঁর বাবার নাম চক্রান্ত করে আবাস যোজনার তালিকায় তুলেছে তৃণমূল। সেই খবর পাওয়া মাত্র আমার বাবা জেলা শাসককে ই মেল করে তালিকা থেকে নাম দিতে বলেছেন।লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন নিশীথ প্রামাণিক। ২০২১ সালে দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হন তিনি। এর পর নিশীথের ভারতীয় নাগরিকত্বের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল।