রাজ্য🔴ে নিত্যদিন খোঁজ পাওয়া যাচ্ছে গরু পাচারের নতুন নতুন পন্থার। বৃহস্পতিবার বিলাসবহুল বাসের ভিতর পাওয়া যায় গরু। এবার গরু পাওয়া গেল তেলের ট্যাঙ্কারের ভিতরে। শনিবার এই ঘটনায় পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে। তাড়া করে গাড়িটিকে ধরেন পুলিশকর্মীরা। গাড়ির চালক ও খালাসিকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: বর্🌳ধমান–দুর্গাপুর, আসানসোল এবং বীরভূমে ভোট কবে? রাঢ়বঙ্গে এবার জমজমাট লড়াই
এদিন হেঁড়িয়া - ইটাবেড়িয়া রাজ্য সড়কে তেলের ট্যাঙ্কারটিকে দেখে সন্দেহ হয় টহলরত পুলিশকর্মীদের। গাড়িটিকে থামতে বললে পালানো💛র চেষ্টা করে চালক। এর পর গাড়িটিকে ধাওয়া করে ধরে ভূপতিনগর থানার পুলিশ। দেখা যায় ওড়িশা নম্বর প্লেটের ইন্ডিয়ান অয়েলের ট্যাঙ্কারের তেল বহনের আধারের পিছন🦂 দিক কেটে তৈরি করা হয়েছে ডালা। ডালা খুলতেই দেখা যায় অন্তত ১ ডজন গরু। অপরিসর ওই জায়গায় তাদের উঠে দাঁড়ানোর মতোও অবস্থা নেই।
সঙ্গে সঙ্গে চালক ও খালাসিকে আটক করেন পুলিশ আধিকারিকরা। গরু সমেไত ট্যাঙ্কার নিয়ে যাওয়া হয় থানায়।
গত বৃহস্পতিবার একই রকম ঘটনা দেখা যায় পূর্ব বর্ধমানের মেমারি চৌমাথায়। জিটি রোডের ওপরে একটি বিলাসবহুল বাস থেকে ছিটকে পড়ে একটি গরু। স্থানীয়রা বাসটিকে দাঁড় করালে দেখা যায় তার ভিতরে যাত্রীদের বসার কোনও আসন নেই। রয়েছে শুধু গরু। যদিও বিহার নম্বর প্লেটের ওই বাসের চালক জানান, গরু পরিবহনের সমস্ত অনুমতি রয়েছে তাঁর কাছে।🍌
আরও পড়ুন: ‘নিখোঁজ’ সাজদা আহমেদ, সন্ধান দিলেই💎 মিলবে ৫ লক্ষ টাকা, পোস্টার উলুবেড়িয়ায়
রাজ্যে একের পর এক এই ধরণের ঘটনায় পুলিশি তৎপরতা নিয়ে প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে, আন্তরাজ্য পেরিয়ে কী করে গরু নিয়ে রাজ্যে ঢুকে পড়ছে তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে এই সব গরু যাচ্ছে কোথায়? রাজ্যেই কোথাও বিক্রি হচ্ছে না কি রমজান মাসে সীমান্ত পেরিয়ে চলে যা𓆏চ্ছে বাংলাদেশে?