ইট বোঝাই লরি খালি করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। লরি উলটে গিয়ে ইট চাপা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। এছাড়াও আহত হয়েছেন ৫ জন শ্রমিক। মৃতের নাম লাল্টু অধিকারী। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ২ নম্বর অঞ্চলের রাজোগ্রামের। আজ সক🌞াল সাড়ে ৯ টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। আহতদের হ🉐াসপাতালে ভর্তি করা হয়েছে। যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন: নয়নজুলিতে একুশের সমাবেশ ফেরত বাস, মৃত ১ তৃণ🐽মূল সমর্থক, হসপাতলে বহু
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল সাড়ে ৯ টার সময় একটি লরি বোঝাই করা ইট খালি করতে যাচ্ছিলেন ৬ শ্রমিক। রাজোগ্রাম থেকে আমনপুর যাওয়ার সময় মাঠের মাঝখানে হঠাৎ 🅺এই লরিটি ধানের জমিতে পালটি খেয়ে যায়। চালক ও খালাসি গাড়ি থেকে ঝাঁপ দিয়ে কোনওভাবে পালিয়ে যায় বলে অভিযোগ গ্রামবাসীদের। ৬ জন শ্রমিকের মধ্যে ২ জন শ্রমিক চাপা পড়েছিলেন। বাকি ৪ জন ধান ক্ষেতের মধ্যে পড়ে যান। ইট চাপা পড়া ২ জন শ্রমিকের মধ্যে ১ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। বাকি ৫ আহত শ্রমিককে মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ১ জনের অবস্থা গুরুতর। এই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।
সনাতন ঘোষ নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘ওই লরিতে প্রায় ৮ হাজার ইট ছিল। রাজোগ্রামে ২ হাজার ইট নামিয়ে লরিটি আমনপুরে যাচ্ছিল। সেই সময় ইট সমেত লরিটি পাশের একটি ধান ক্ষেতে উলটে যায়। লরিতে মোট ৬ জন শ্রমিক ছিলেন। তার মধ্যে ২ জন শ্রমিকের উপর ইট চাপা পড়ে। বাকি ৪ জন শ্রমিক ধান ক্ষেতে গিয়ে পড়েন। এর মধ্যে ঘটনাস্থলে ইট চাপা পড়া এক শ্রমিকের মৃত্যু হয়েছে।’ জানা গিয়েছে, প্রায় ২ হাজার ইট ওই শ্রমিকের উপর চাপা পড়েছিল। সেগুলো সরিয়ে তাঁকে উদ♊্ধার করা হয়। কিন্তু ততক্ষণে তাঁর মৃত্যু হয়। তবে লরিটি উলটে যাওয়ার সময় চালক এবং খালাসি ঝাঁপ দিয়ে রক্ষা পেয়েছেন।