ট্যাব কেলেঙ্কারিতে মালদার বৈষ্ণবনগর থেকে গ্রেফতার আরও ১। এবার এক মালদার বৈষ্ণবনগরের বাসিন্দা এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক সেবা কে♐ন্দ্রের মালিককে গ্রেফতার করল পুলিশ। বুধবা🍌র সন্ধ্যায় মনোজ চৌধুরী নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে শিলিগুড়ি পুলিশের সাইবার ক্রাইম থানা। ধৃতকে বৃহস্পতিবার আদালতে পেশ করে ট্রানজিট রিম্যান্ড চাওয়া হয়েছে।
আরও পড়ুন - বাকিরা ওয়াক আউট করলেও বিধানসভায় মন্ত্রীর 🐼সঙ্গে আলোচনায় মগ্ন BJP বিধায়ক
পড়তে থাকুন - আবাসের ঘরে হোম স্টে, টাকিতে দুর্নীতির দায় ঝাড়তꦿে মরিয়া চেষ্টা পুরপ্রধানের
কিছুদিন আগে শিলিগুড়ি থেকে ট্যাব কাণ্ডে গ্রেফতার হয়েছেন তিন জন।এবার শিলিগুড়ি🥂 মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম এর অভিযানে ট্যাব কাণ্ডে গ্রেফতার আরো এক। জানা গিয়েছে ধৃত রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিএসপির মালিক। বুধবার সন্ধ্যায় মনোজ চৌধুরী নামে ওই ব্যক্তিকে বৈষ্ণবনগর থেকে গ্রেফতার করে শিলিগুড়ির সাইবার ক্রাইম থানার পুলিশ। গ্রেপ্তার হওয়া মনোজ চৌধুরীর বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকার পশ্চিম জেলে পাড়া গ্রামে।
মঙ্গলবার তার দোকান থেকে বেশ ক𒐪য়েকটি পেন ড্রাইভ-স🌃হ কিছু নথি বাজেয়াপ্ত করেছে শিলিগুড়ি সাইবার ক্রাইম পুলিশ। এই নিয়ে বৈষ্ণব নগর থানা এলাকারই সাতজন গ্রেফতার ট্যাব কেলেঙ্কারিতে গ্রেফতার হলেন। ধৃতকে আজ আদালতে পেশ করে হেফাজতে নেবে সাইবার ক্রাইম থানা। এই চক্রে আরো কারা কারা রয়েছে তার তদন্তে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চ।
আরও পড়ুন - হিলি দিয়ে বাংলাদেশে পেঁয়াজ ও আ𝐆লু রফতানি বন্ধ, সীমান্তে দꦕাঁড়িয়ে শ'য়ে শ'য়ে ট্রাক
ট্যাব প্রতারণার ত🥂দন্তে নেমে মালদার বৈষ্ণবনগরকে এর উপকেন্দ্র হিসাবে চিহ্নিত করেছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, বাংলার শিক্ষা পোর্টালের পাসওয়ার্ড জোগাড় করে এই দুর্নীতি করেছে তারা। টাকা পেতে তারা ব্যবহা🌌র করেছিল ভাড়া করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট।