মদের ই-রিটেল শুরুর পর কাটেনি ৭২ ঘণ্টা। তাতেই এত সংখ্যক মানুষ অর্ডার দিয়েছেন যে মদ পৌঁছে দিতে রীতিমতো কালঘাম ছুটছে আবগারি দফতরের। সেজন্য আপাতত অনলাইনে মদের অর্ডার দেওয়ার পরিষেবা বন্ধ রাখা হয়েছে।তৃতীয় দফার লকডাউন প্রথম দিন থেকেই মদ বিক্রি শুরু হয়েছে। দেশের অন্যান্য প্রান্তের মতো রাজ্যের মদের দোকানের সামনে লম্বা লাইন চোখে পড়েছে। অধিকাংশ জায়গায় সামাজিক দূরত্বের বিধি উপেক্ষা করে মদ কেনার জন্য ব্যাকুল হয়ে ওঠেন মানুষ। এই অবস্থায় মদের দোকানে ভিড় এড়াতে অনলাইনে মদের অর্ডার দেওয়ার ব্যবস্থা করে রাজ্য সরকার। তা ক্রেতাদের বাড়ি পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়।সেই পরিষেবা চালুর পর প্রথম দু'দিনেই ১০,০০০-এর বেশি সুরাপ্রেমী মদের অর্ডার দিয়েছেন। এত সংখ্যক মানুষের বাড়িতে কীভাবে মদ পৌঁছে দেওয়া হবে, তা ভেবেই কালঘাম ছুটেছে আবগারি দফতরের। সেজন্য আপাতত অনলাইনে মদের অর্ডার দেওয়া বন্ধ রাখা হয়েছে। আবগারি দফতর সূত্রে খবর, যাঁরা এখনও পর্যন্ত বুক করেছেন, তাঁদের বাড়িতে মদ পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পর আবার নতুন করে অর্ডার নেওয়া হবে।