আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এবার মাধ্যমিক পরীক্ষায় নজরদারির দায়িত্ব পেতে দাবি তুলেছꦡেন পার্শ্ব শিক্ষকরা। তাঁদের বক্তব্য, প্রাথমিক স্কুলের শিক্ষকরা মাধ্যমিক পরীক্ষায় নজরদারির দায়িত্ব পেলে তাঁরা কেন নজরদারির দায়িত্ব পাবেন না! এই দাবি তুলে তাঁরা মধ্যশিক্ষা পর্ষদের কাছে আবেদন জানিয়েছেন। তাঁদের বক্তব্য, হয় তাঁদে🔴র মাধ্যমিক পরীক্ষায় নজরদারি দায়িত্ব দিতে হবে না হলে বেতন-সহ ছুটির ব্যবস্থা করতে হবে।
পার্শ্ব শিক্ষকদের প্রশ্ন, তাঁদের মাধ্যমিকের মতো বড় পরীক্ষায🐷় নজরদারি দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। তা সত্ত্বেও কেন তাঁদের নজরদ🍷ারির দায়িত্ব দেওয়া হবে না? এ বিষয়ে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের যুগ্ম আহ্বায়ক ভাগীরথ ঘোষ জানান, পার্শ্ব শিক্ষকরা মাধ্যমিক উচ্চমাধ্যমিক স্তরে স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়িয়ে থাকেন। ২০১৯ সালে যখন পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী ছিলেন সেই সময় মাধ্যমিকে নজরদারি চালিয়েছিলেন পার্শ্ব শিক্ষকরা। অর্থাৎ পার্শ্ব শি𒆙ক্ষকদের মাধ্যমিকে নজরদারি চালানোর অভিজ্ঞতা রয়েছে তাহলে এবার তাঁদের দিয়ে নজরদারি চালানো হোক।
প্রসঙ্গত, মাধ্যমিক পরীক্ষা🔯 সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পুলিশ কর্মীর পাশাপাশি আশা কর্মীরাও থাকবেন। ওই সমস্ত কর্মীদের টিফিন এবং দুপুরের খাবারের ব্যবস্থা করতে বলা হয়েছে। এ নিয়ে প্রশ্ন তুলেছেন স্কুলের শিক্ষক 𝓰শিক্ষিকারা। তাঁদের বক্তব্য, সেন্টারগুলিতে পরীক্ষার্থীদের মাথাপিছু ২০ টাকা করে দেওয়া হয়। সেই টাকায় বড়জোর চা বিস্কুট খাওয়ানো সম্ভব। তবে দুপুরের খাবার খাওয়ানো কোনওভাবেই সম্ভব নয়।