অফিস টাইমে ভিড়ে ঠাসা চলন্ত ট্রেনে উঠেতে গিয়েছিলেন এক যুবক। আর তাতেই ঘটল বড় বিপদ। ট্রেন থেকে রেললাইনে পড়ে পা কেটে গেল যাত্রীর। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে। বর্তমানে শ্রীরামপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন যুবক। মর♔্মান্তিক এই ঘটনা ঘটেছে হুগলির শেওড়াফুলি স্টেশনে।
আরও পড়ুন: আর একটু হলেই ꦉট্রেনের চাকাযꦆ়…! দৌড়ে গিয়ে যাত্রীকে মৃত্যুর হাত থেকে বাঁচাল RPF
রেল সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে সকাল সাড়ে ৯ 🐟টা নাগাদ। ওই স༒ময় শেওড়াফুলি স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে ডাউন ব্যান্ডেল লোকাল ঢোকে । সাধারণত এই সময় অফিস টাইম থাকায় লোকাল ট্রেনগুলিতে ব্যাপক ভিড় থাকে যাত্রীদের। ফলে ভিড়ের মধ্যেই কার্যত যুদ্ধ করে ট্রেনে উঠতে হয় যাত্রীদের। এদিনও শুক্রবার হওয়ায় অফিস টাইমে ব্যান্ডেল লোকাল ট্রেনের প্রচুর যাত্রীর ভিড় ছিল। ফলে ভিড়ের চাপে প্রথমে ট্রেনে উঠতে পারেননি যুবক। এরপর চলন্ত ট্রেনে তিনি ওঠার চেষ্টা করেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ভিড়ের চাপে নিজেকে সামলাতে না পেরে যুবক রেললাইনে পড়ে যান। তারপরে তার একটি বা কাটা যায় ট্রেনের চাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শেওড়াফুলি জিআরপির পুলিশ। তারা যুবককে আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে যায়। শ্রীরামপুর💯 ওয়ালস হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বর্তমানে তার শারীরিক অবস্থা গুরুতর। চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। 🥂তার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
প্রসঙ্গত, অতিরিক্ত ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে যাওয়ার ঘটনা নতুন কিছু নয়। এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে। এর আগে গত ৭ জুন শিয়ালদা মেন শাখায় প্রচণ্ড ভিড়ের ফলে ট্রেন থেকে পড়ে গিয়েছিলেন এক যুবক। আসলে ওই সময় শিয়ালদা স্টেশনে ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত সম্প্রসারণের জন্য কাজ চলছিল। তারজেরে বহু ট্রেন বাতিল ছিল। ফলে যে ট্রেনগুলি চলছিল তাতে ব্যাপক ভিড় হয়েছিল। সেই ভিড়ের মধ্যেই কোনওভাবে ট্রেনে উঠেছিলেন যুবক। কিন্তু, নিজেকে সামলাতে পারেননি তিনি।ট্রেন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছিল। উল্লেখ্য, কয়েকদিন আগে আসানসোল ডিভিশনে ট্র🧔েনে উঠতে গি♚য়ে পড়ে গিয়েছিলেন এক যাত্রী। তবে আরপিএফের তৎপরতায় কোনওরকম ক্ষতি ছাড়াই রক্ষা পেয়েছিলেন সেই যাত্রী। তবে শেওড়াফুলির ক্ষেত্রে এমনটা হল না।