বাড়ির জন্য পরিচারিকা খুঁজতে গিয়ে নাটকীয়ভাবে অপহরণ করা হয়েছিল উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের বাসিন্দা রাজীব চৌধুরীকে। মুক্তিপণ বাবদ পরিবারের কাছে ১০ লক্ষ টাকা চেয়েছিল অপহরণকারীরা। অবশেষে ফোনের সূত্র ধরেই অপহরণকারীদের হাতেনাতে গ্রেফতার করল পুলিশ। সেইসঙ্গে রাজীবকও উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজীব চৌধুরী ব্যারাকপুরে একটি বাড়িতে পেয়িং গেস্ট হিসেবে থাকছিলেন। কর্মসূত্রেই তার কলকাতায় থাকা। সেই সূত্রে তিনি পাকাপাকিভাবে কলকাতায় থাকতে চেয়েছিলেন। তাই বাড়ির কাজের জন্য বেশ কিছুদিন ধরেই তিনি পরিচারিকার খোঁজ করছিলেন। এর জন্য পরিচিতদের তিনি বলেও রেখেছিলেন। তখনই এক কিশোরী তাকে ফোন করে পরিচারিকার কাজ করতে ইচ্ছাপ্রকাশ করে। তবে কিশোরী রাজীবকে জানিয়ে দেয়, এর জন্য তার পরিবারের সঙ্গে তাঁকে কথা বলতে হবে। সেইমতোই গত মঙ্গলবার তিনি মথুরাপুর স্টেশনে নামেন। এরপর একজন ব্যক্তি বাইকে করে এসে তাঁকে ভুল রাস্তা দিয়ে নিয়ে গিয়ে একটি বাড়িতে আটকে রাখে। তখনই অপহরণকারীদের আসল উদ্দেশ্য জানতে পারেন ওই ব্যক্তি। অপহরণকারীরা তাঁর বাড়ির লোকের সঙ্গে কথা বলে ১০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে বসে।দেরি না করে পরিবারের সদস্যরা থানায় অপহরণের অভিযোগ দায়ের করে। অবশেষে বুধবার রাতে কুলতলি এলাকা থেকে পুলিশ রাজীব চৌধুরীকে উদ্ধার করে। সেইসঙ্গে জাহাঙ্গির বৈদ্য এবং সাদ্দাম খান নামে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। আজ তাদের বারুইপুর আদালতের তোলার কথা রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান পরিচারিকার টোপ দিয়ে এই দুষ্কৃতীরা অপহরণচক্র চালাত। তাদের সঙ্গে আরও কারা কারা জড়িত রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ।