‘যদি বর্ষে আঘনে/রাজা যায় মাগনে’— খনার এই বচনই যেন অক্ষরে অক্ষরে মিলতে চলেছে। কারণ অকাল বৃষ্টির জেরে আবার বাড়তে চলেছে আলুর দাম। পাইকারি ব্যবসায়ীদের দাবি, আগামী কয়েকদিনের মধ্যে খুচরো বাজারে আলুর দাম অনেকটা বেড়ে যাবে। ঘূর্ণিঝড় মিগজাউম–এর জেরে বুধবার থেকে শুরু হওয়া এই অকাল বৃষ্টির জেরে এখন কান্নার রোল উঠেছে জেলার কৃষিজীবি মানুষের। এখন খুচরো বাজারে চন্দ্রমুখী আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ২৭ টাকায়। জ্যোতি আল🔴ুর দাম ২০ থেকে ২২ টাকা। ব্যবসায়ীদের দাবি, কেজি প্রতি দু’ধরনের আলুর দাম ৬ টাকা থেকে 𝔍৮ টাকা বৃদ্ধি পেতে পারে। এমনকী আগামী একমাসের মধ্যে দাম কমার কোনও সম্ভাবনা দেখছেন না ব্যবসায়ীরা।
এদিকে নিম্নচাপের অকাল বৃষ্টির কারণে জেলায় শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ৪৮ ঘন্টায় ৭৭.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাতের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। বিশেষ করে বিষ্ণুপুর মহকুমার কোতুলপুর, জয়পুর, ইন্দাস, পাত্রসায়র–সহ একাধিক ব্লকে ধানে এবং আলুতে ব্যাপক ক্ষতি হয়েছে। অগ্রহায়ণ মাসে অকাল বৃষ্টির জেরে নষ্ট হয়েছে বিঘের পর বিঘে আলুর বীজ। তাই আগামীদিনে উৎপাদনে বড় ঘাটতি তৈরি হবে। আর হিম ঘরে থাকা আলু এখনই বের করতে চাইছেন না মজুতদাররা। ফলে বাজারে আলুর অভাব তৈরি হয়েছে। তাই দাম বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। কৃ🍎ষি প্রধান জেল♏া বাঁকুড়ায় প্রধান অর্থকরী ফসল আলু ও ধান। আলু বোপন করা জমি এখন জলের তলায়।
অন্যদিকে কৃষকদের বক্তব্য, ‘আবহাওয়া দফতরের ভুল পূর্বাভাসের খেসারত দিতে হচ্ছে। আবহাওয়া দফতরর পূর্বাভাষ ছিল হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তাই আলুর বীজ বসানো ছিল। কিন্তু ভারী বৃষ্টি হওয়ায় সব বীজ নষ্ট হয়েছে।’ কোতুলপুর ব্লকের কৃষকদের অভিযোগ, এই নিম্নচাপের কোনও বার্তা মাইকিং, ক্যাম্পেন করে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়নি। শস্য বীমা পা❀ওয়া যাবে কিনা তাও জানা নেই। এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে মেলেনি তেমন কোনও আশ্বাস। সুতরাং আলুর আকাল দেখা দেবে সর্বত্র। তখন দাম বেড়ে যাবে। গরমকালে আলুর দাম অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছিল। এඣবার শীতেও যদি আলুর দাম বাড়ে তাহলে মধ্যবিত্ত মানুষের নাভিশ্বাস উঠে যাবে।
আরও পড়ুন: ꦓএকলাফে বৃদ্ধি পেল ডিমের দাম, চড়া দামে পকেটে চাপ মধ্যবিত🍰্তের, শীত পড়তেই বাড়ল
এছাড়া কৃষকদের অনেকেই ঋণ নিয়ে আলু🐎 বীজ জমিতে লাগিয়েছিলেন। তাঁরা এখন ব্যাঙ্কের ঋণ মুকুব করার 𒆙জন্য সরকারি সাহায্যের আর্জি জানাচ্ছেন। আলুর দাম বৃদ্ধির আশঙ্কায় দুশ্চিন্তা বেড়েছে মধ্যবিত্তের। কারণ মাংস, ডিমের ঝোল থেকে শুরু করে যা রান্না করতে হয় তাতে আলু লাগে। শীতকালে সাধারণত আলুর দাম কমে। পরিবর্তে এবার দাম বৃদ্ধির খবর প্রকাশ্যে চলে আসায় হেঁশেলে চাপ বাড়বে বলে মনে করা হচ্ছে। তবে শুধু আলু নয়, অকাল বৃষ্টির জেরে দাম বাড়তে চলেছে নানা সবজিরও। এখন ডিমের দামও বেড়ে গিয়েছে। চিকেনের দাম বাড়ছে। সম্ভাবনা দেখা দিয়েছে এবার আলুর।