বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Sourav Ganguly's Factory: ফিল্ম সিটির জমিতে হতে পারে সৌরভের ইস্পাত কারখানা, অনেক চাকরির সুযোগ! শালবনি আগেই বাতিল
সৌরভ গঙ্গোপাধ্যাꦚয়ের প্রস্তাবিত ইস্পাত কারখানা ঠিক কোথায় হবে তা নিয়ে নানা চর্চা বাংলা জুড়ে। তবে সূত্রের খবর, শালবনি কিংবা গড়বে♛তা নয়, সৌরভ গঙ্গোপাধ্য়ায়দের প্রস্তাবিত ইস্পাত কারখানা হতে চলেছে চন্দ্রকোণা রোডের ডুকিতে। জায়গাটি গড়বেতা ৩ ব্লকের মধ্য়ে পড়ে। আর সেই কারখানা তৈরির কাজ শুরু হতে আর বেশি দেরি নেই। সূত্রের খবর।
গত বছর স্পেনের মাদ্রিদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উপস্থিতিতে বাণিজ্য সম্মেলনের মঞ্চে সৌরভ ঘোষণা করেছিলেন শালবনিতে ইস্পাত কারখানা গড়ে উঠতে চলেছে। সেই মতো আশায় বুক বেঁধেছিলেন শালবনির বাসিন্দারা। এদিকে কবে কারখানার কাজ শুরু হবে তা নিয়ে নানা জল্পনা চলতে থাকে এলাকায়। কার্যত অধীর আগ্রহে মহারাজের শিল্পের জন্য় অপেক্ষা 🍨করছিল শালবনি। কিন্তু মাস খানেক আগে সৌরভ জ🍬ানিয়ে দেন শালবনিতে নয়, কারখানা গড়বেতায়।