মাইরুং গাঁও। বা মাইরুঙ গাঁও। কালিম্পং শহর থেকে মাত্র ১৫ কিমি দূর💦ে। একেবারে চোখ জুড়ানো ট্যুরিস্ট স্পট। এখনও সেভাবে পর্যটকদের পা পড়ে না এই গ্রামে। নির্জন, নিরিবিলিতে রূপের ডালি নিয়ে বসে রয়েছে ছোট্ট পাহাড়ি গ্রাম। নেওড়া ভ্যালি ন্যাশানাল পার্ক দিয়ে ঘেরা পাহাড়ি গ্রাম। পাহাড়ের কোলে ছোট ছোট হোমস্টে। এখানেই রাত্রিবাস করতে পারবেন পর্যটকরা।
অপূর্ব একটা বিষয় আছে এখানে।একদিকে পাহাড়ের সারি আর অন্যদিকে সবুজ জঙ্গল। হ♒োমস্টের সামনেই ফুলের বাহার। রাস্তা ধরে যত এগোবেন দেখতে পাবেন চারদিকে নাম না জানা হরেক ফুলের মেলা। এর সঙ্গে মেঘ-রোদের লুকোচুরি। এককথায় সবুজে সবুজ, নীলিমায় নীল।
যারা পাখির ছবি তুলতে ভালো♎বাসেন তাঁদের জন্য এই মাইরুং গাঁও একেবারে স্বর্গ রাজ্য। হোম স্টের জানালা খুললেই দিগন্ত বিস্তৃত পাহাড়। পাখির ডাকে ঘুম ভাঙবে ভোরবেলা। জানালা খুলে বাইরে তাকিয়ে দেখুন। মেঘ সরলেই সামনেই হিমালয়ের রেঞ্জ। আর সন্ধ্যা নামতেই চারদিকে ঝিঁঝিঁ✱ পোকার আওয়াজ।
ক্যাম্প ফায়ারের ব্যবস্থাও🐟 রয়েছে হোমস্টে গুলির সামনে। এমন নির্জনতাই তো আপনি চেয়েছিলেন? আসলে নির্জনতা🎀ই টানে অনেকে পাহাড়ে ছুটে যান। আর সেই নির্জনতাকে যদি প্রকৃত অর্থেই অনুভব করতে চান তবে মাইরুং গাঁওয়ের কোনও বিকল্প নেই। সব মিলিয়ে এখানে ৭১টি বাড়ি রয়েছে। আর জনসংখ্যা প্রায় ৪০০ জন। তার মাঝেই কাটিয়ে আসুন দুটো দিন।