পূর্ব মেদিনীপুরের ঘাটালের সাংসদ অভিনেতা দীপক অধ🗹িকারী তথা দেব বেশ কিছু প্রশাসনিক কমিটিতে ছিলেন। তবে তিনটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কমিটি থেকে তিনি সরে দাঁড়িয়েছেন। এই অবস্থায় অভিনেতার এই সিদ্ধান্তকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে। কেন হঠাৎ করে তিনটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কমিটি থেকে তিনি সরে দাঁড়ালেন? তাই নিয়ে উঠেছে প্রশ্ন এই নিয়ে বিভিন্ন মহল থেকে বিভিন্ন দাবি করা হচ্ছে। অনেকের দাবি, সে ক্ষেত্রে দুর্নীতি সংক্রান্ত একটি ফোন পাওয়ার পরেই নাকি তিনি সরে দাঁড়িয়🐽েছেন। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
আরও পড়ুন: টলিউডের সুপারস্টার, তবুও বিলাসবহুল গাড়ি ছেড়💃ে আজও ট্যাক্꧃সি-অটো চড়েন দেব!
ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি, ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং বীর সিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান পদে ছিলেন দেব। এই তিনটে গুরুত্বপূর্ণ পদ থেকেই তিনি সর💃ে দাঁড়িয়েছেন। তিনি ইস্তফাপত্র ই মেলের মাধ্যমে জেলাশাসককে পাঠিয়ে দিয়েছেন। এদিকে, এই পদগুলি থেকে সরে দাঁড়ানোর ২৪ ঘণ্টার মধ্যেই দেবের বিরুদ্ধে পোস্টারে ছয়লাপ করে দিয়েছে বিজেপি। সে ক্ষেত্রে তারা দুর্নীতির অভিযোগ তুলেছে।
সূত্রের খবর, দেবের কাছে একটি ফোন আসার পরেই তিনি পদ ছেড়েছেন। সম্ভবত দুর্নীতি সংক্রান্ত কোনও বিষয় নিয়ে এই ফোন করা হয়েছিল। ♑তবে লোকসভা ভোটের আগে দেবের এমনভাবে পদ থেকে সরে দাঁড়ানো তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তাহলে কি লোকসভা ভোটে প্রার্থী হবে না দেব? তাই নিয়ে উঠেছে প্রশ্ন।