ভয়াবহ দুর্ঘটনা উত্তরবঙ্গে। ময়নাগুড়ির দোমোহনির কাছে বেলাইন হয়ে যায় ১৫৩৬৬ বিকানির-গুয়াহাটি এক্সপ্রেস। জেলা প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত ৩জনের মৃত্যুর খবর মিলেছে। সূত্রের খবর, অন্তত ৫০জনের বেশি আহত হয়েছেন এদিনের দুর্ঘটনায়। এদিকে রাত নামতেই আলোর অভাবে উদ্ধারকাজে কিছুটা সমস্যা তৈরি হয়। তবে এক এক করে জখমদের কামরা থেকে বের করে আনা হচ্ছে। কামরা কাটার কাজ শুরু হয়েছে। মূলত ময়নাগুড়ি হাসপাতালে প্রাথমিকভাবে কয়েকজন জখমকে নিয়ে আসা হয়। সন্ধ্যা পর্যন্ত ১৬জনকে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। তাদের জলপাইগুড়ি হাসপাতালে রেফার করা হয়েছে। ৫১টি অ্যাম্বুল্যান্সকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সেই অ্য়াম্বুল্যান্সেই জখমদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হচ্ছে।এদিকে ঘটনাস্থলে আলোর ব্যবস্থা করা হচ্ছে। রেললাইনের ধারে একাধিক যাত্রীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সহযাত্রীরা তাঁদের প্রয়োজনীয় সহযোগিতা করার চেষ্টা করেন। রেললাইনের পাথরের উপর শুয়ে কাতরাতে থাকেন জখম রেলযাত্রীরা। বিকানির থেকে ৭০০জনের যাত্রী ছিলেন এই ট্রেনে, এমনটাই জানা গিয়েছে রেলসূত্রে। তবে দুর্ঘটনার সময় কতজন যাত্রী ছিলেন সেটা রেল খতিয়ে দেখছে। আপাতত গ্যাস কাটার দিয়ে কামরা কেটে যাত্রীদের উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। ইঞ্জিনের পর ১২টি কামরা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে রেলের অনুমান সম্ভবত রেললাইনের কোনও সমস্যার জেরে এই দুর্ঘটনা।