আজ, শুক্রবার বনগাঁ–শিয়ালদা ট্রেন চলাচল থমকে গিয়েছে। তার জেরে প্রবল সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। এই রুটে প্রত্যেকদিন শয়ে শয়ে মানুষ যাতায়াত করেন। আজ, শুক্রবার এই রুটের আপ লাইন বসে গিয়েছে বলে সূত্রꦕের খবর। সেখানে ধস নামায় আপ ও ডাউন দুই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়েছে। মছলন্দপুর এবং সংহতি স্টেশনের মাঝে সমস্যা দেখা দিয়েছে। তাই প্রথমের বনগাঁ–শিয়ালদা লোকাল চলে যাওয়ার পর থেকে আর কোনও ট্রেন চলাচল করছে না ওই রুটে। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে? সেটা জানায়নি রেল।
এদিকে ট্রেন লাইনে ত্রুটির জন্য শিয়ালদা–বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে বলে পূর্ব রেল সূত্রে খবর। রেল সূত্রে খবর, মছলন্দপুর এবং সংহতি স্টেশনের মাঝে আপ লাইন বসে গিয়েছে। তাই আপ এবং ডাউন ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। সেখানে ধস নামায় লাইন বসে গিয়েছে বলে জানা ♌যাচ্ছে। এদিন সকাল থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মুষলধারে বৃষ্টি হয়েছে। জলও জমে গিয়েছে। তার ফলে মাটি আলগা হয়ে যায়। ওই মাটির উপরই রয়েছে রেল লাইন। তখন তাতেই ত্রুটি দেখা দেয়।
অন্যদিকে এই পরিস্থিতিতে রাস্তা ধরে না গিয়ে ট্রেন লাইন বেছে নেন অনেকেই। কিন্তু লাইন বসে যাওয়💙ায় চরম হয়রানির শিকার হতে হয় অফিস যাত্রীদের। ছাতা মাথায় দিয়ে লাইনের ধরে হাঁটতে থাকেন। আর কিছু যাত্রী অপেক্ষা করতে থাকেন। কেউ কেউ রেলের ছাউনির নীচে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন। তবে লাইন মেরামতির কাজ শুরু হয়েছে এবং দ্রুত সমস্যা মিটে যাবে বলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। এখন জোরকদমে কাজ চলছে। একাধিক ট্রেন আটকে থাকায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। রাতভর বৃষ্টির জেরেই রেললাইনের মাটি ধসে এই বিপত্তি বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: অভিষেকের 🦄চ্যালেঞ্জ গ্রহণ করলেন না শুভেন্দু, ব🍒িরোধী দলনেতার যুক্তিকে কটাক্ষ তৃণমূলের
আর কী জানা যাচ্ছে? এছাড়া উদ্ভূত পরিস্থিতিতে রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, আপ লাইন ঠিক করার কাজ চলছে। তাই ডাউন লাইন দিয়ে একের পর একে ট্🔥রেনগুলিকে নিয়ে যাওয়া হবে শিয়ালদার দিকে। ফলে কিছুটা আশ্বস্ত হয়েছেন নিত্যযাত্রীরা। তবে কী কারণে লাইনে ধস নেমেছে সে ব্যাপারে এখনও কিছু জানাতে পারেনি রেল কর্তৃপক্ষ। ট্রেন চলাচল স্বাভাবিক হতে ঘণ্টাখানেক সময় লাগবে বলে মনে করছꦗেন রেল কর্তৃপক্ষ। তবে তারই মধ্যে বেশ কয়েকটি বনগাঁ লাইনের ট্রেন বাতিল হওয়ার কথা শোনা যাচ্ছে। তাতে দুর্ভোগের আশঙ্কা বাড়তে শুরু করেছে।