মঙ্গলবার পবিত্র রমজান মাসের চতুর্থ দিন। নিয়ম মোতাবেক সেদিনও ভোরে সেহরির পর রোজা পালন করবেন ইসলাম ধর্মাবলম্বী মানুষরা। বিকেলে পালন করবেন ইফতার। করোনাভাইরাসের প্রকোপের কারণে নিজেদের বাড়িতে বসেই নিষ্ঠার সঙ্গে উপবাস করছেন মানুষ।মঙ্গলবার সেহরি ও ইফতারের সময়টি জেনে নিন-১) কলকাতায় সেহরির সময় ভোর ৩টে ৪৬ মিনিটে। ইফতারের সময় সন্ধ্যা ৬টা ৩ মিনিট।২) হাওড়ায় সেহরির সময় ভোর ৩টে ৪৬ মিনিট। ইফতারের সময় সন্ধ্যা ৬টা ৩ মিনিট।৩) উলুবেড়িয়ায় সেহরির সময় ভোর ৩টে ৪৭ মিনিট। ইফতারের সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিট।৪) ডায়মন্ড হারবারে সেহরির সময় ভোর ৩টে ৪৭ মিনিট। ইফতারের সময় সন্ধ্যা ৬টা ৩ মিনিট।৫) মালদায় সেহরির সময় ভোর ৩টে ৪২ মিনিট। ইফতারের সময় সন্ধ্যা ৬টা ৭ মিনিট।৬) শিলিগুড়িতে সেহরির সময় ভোর ৩টে ৩৭ মিনিট। ইফতারের সময় সন্ধ্যা ৬টা ৮ মিনিট।৭) গুয়াহাটিতে সেহরির সময় ভোর ৩ টে ২৫ মিনিট। ইফতারের সময় বিকেল ৫টা ৫৪ মিনিট।৮) আগরতলায় সেহরির সময় ভোর ৩ টে ৩২ মিনিট। ইফতারের সময় বিকেল ৫টা ৫৩ মিনিট।৯) ঢাকায় সেহরির সময় ভোর ৪ টে ৫ মিনিট। ইফতারের সময় সন্ধ্যা ৬টা ২৬ মিনিট।