সুবিচার ও নিরাপত্তার দাবিতে আড়াই মাস ধরে চলা জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে একযোগে আক্রমণ শুরু করেছে তৃণমূল। এমনকী ডাক্তারদের ছাপিয়ে বিচারপতিদের ‘বিজেপির লোক’ বলতেও ছাড়েননি তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ। সেই মঞ্চ থেকেই সিপিএম কর্মীদের ‘লাল মুখোশধারী ইংরেজের বাচ্চা’ বলে কটাক্ষ করলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন জেলাপরিষদ সভাধিপতি দেবু টুডু।কালনা দু'নম্বর ব্লকের অন্নপূর্ণা কোল্ড স্টোরেজে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে হাজির হয়ে সিপিএম কর্মীদের লাল মুখোশধারী ইংরেজের বাচ্চা বলে তীব্র ভাষায় আক্রমণ করেন তৃণমূলের রাজ্যPI আদিবাসী সেলের চেয়ারম্যান দেবু টুডু। একই সাথে কালনা বিধানসভার বিধায়ক দেবপ্রসাদ বাগ তিনি বলেন, বিচারপতিরা সকলেই বিজেপির লোক।এদিন দেবু টুডু বলেন, ‘একশ্রেণির মানুষ বলছেন We want justice. বাংলায় আবার উই ওয়ান জাস্টিস কী? ইংরেজের বাচ্চারা চলে এলো! আসলে এরা মার্কসের বাচ্চা, সেই লাল মুখোশধারী রাশিয়া, চিন থেকে এসেছিল সেই লাল মুখোশধারী বাচ্চাগুলোই বলছে উই ওয়ান জাস্টিস। ইংরেজ চলে গেছে, মাউ সে তুং চলে গেছে, কাল মার্ক্স চলে গেছে, ইংরেজের বাচ্চাগুলো রয়েছে, তারাই আজ উই ওয়ান্ট জাস্টিস বলছে, বাংলা বলতে তাদের লজ্জা হচ্ছে। পাশাপাশি তিনি বলেন, ‘১৪ বছর ধরে কোন সিট না পেয়ে তারা অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে, মীনাক্ষীর বাবা কাকারা পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, এমপি কোন কিছুই পায়নি সব জায়গাতেই তারা শূন্য।’শনি ও রবিবার জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে একযোগে আক্রমণ করেছেন একের পর এক তৃণমূল নেতা। এদের মধ্যে রয়েছেন কুণাল ঘোষ, দেবপ্রসাদ বাগ, দেবু টুডু, দেবাংশু ভট্টাচার্যরা।