সুন্ඣদরবনে বেড়েছে বাঘের সংখ্যা। আগামী রবিবার মাইসরে গোটা দেশে বাঘের সংখ্যা প্রকাশ করা হবে। যার মধ্যে সুন্দরবনেও বাঘের⛄ সংখ্যা কতটা তা প্রকাশ করা হবে। তার আগে সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে আশা প্রকাশ করেছেন একজন আধিকারিক। তাঁর মতে, সবকিছু ঠিক থাকলে সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়ে ১০০ থেকে ১১৫টি হতে পারে।
এর আগে ২০১৯ সালে গোটা দেশে বাঘের সংখ্যা প🧜্রকাশ করা হয়েছিল। সেই সময় ভারতে অবস্থিত সুন্𒁏দরবনে বাঘের সংখ্যা ছিল ৮৮টি। দু'বছর পর বাঘের সংখ্যা বেড়ে হয়েছিল ৯৬টি। একজন কর্মকর্তা জানিয়েছেন, ২০২১ সালের ডিস🍰েম্বর থেকে ২০২২ সালের ফেব্রুয়ারির মধ্যে বাঘের সংখ্যা গণনার জন্য সুন্দরবনে ৭৮৮টি ক্যামেরা বসানো হয়েছিল। আগামী রবিবার এবারের বাঘের সংখ্যা প্রকাশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুন্দরবনের পাশাপাশি বক্সা অভয়ারণ্যেও বাঘের সংখ্যা গণনার জন্য ব্যবহৃত ক্যামেরা কেন্দ্রীয় সরকারের সংস্থা ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার কাছে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়তে পারে তা নিয়ে আগেই আশা প্রকাশ করেছিল রাজ্যের বন দফতর। রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছিলেಞন, ‘৫টা বাঘ শাবক প্রসব করেছে। এবার বাঘের সংখ্যা অনেকটাই বাড়বে। তবে চূড়ান্ত রিপোর্ট প্রকাশ হলেই পর্যাপ্ত সংখ্যাটা জানা যাবে।’ 🍎ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করবে। এই সংস্থাই চার বছর অন্তর দেশে বাঘ গণনা করে।