শুভেﷺন্দু অধিকারীর সভার আগের দিন গোষ্ঠীদ্বন্দে বিজেপির অস্বস্তি বাড়ল বীরভূমে। একেবারে জেলা সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে ED – CBI তদন্তের দাবি জানিয়ে সাঁইথিয়ায় পড়ল পোস্টার। তবে এবারই প্রথম নয়, এর আগে রামপুরহাটেও একই রকম পোস্টার পড়েছিল। পোস্টার ছিঁড়ে ফেলে মুখে কুলুপ এঁটেছে জেলা বিজেপি নেতৃত্ব।
বীরভূমে বিজেপির কোন্দল নতুন কিছু নয়। জেলা সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরব দল📖েরই একাংশ। তাদের দাবি, ধ্রুববাবু তৃণমূলের সঙ্গে সমঝোতা করে চলেন। এমনকী নির্বাচনে জেলায় দলের খারাপ ফলের জন্য দায়ী তিনি। এসব কথা লিখেই রবিবার সকালে সাঁইথিয়ার ইউনিয়ন বোর্ড মোড়ের কাছে পড়ে ছাপানো পোস্টার। কোনওটায় লেখা, পৌরসভা ভোটে বীরভূমে তৃণমূলের কাছে টাকা খেয়ে বিজেপিকে হারানোর মূল কান্ডারি ধ্রুব সাহা দূর হঠো। কোনওটায় লেখা, পার্টি ফান্ড আত্মসাৎ করা ধ্রুব সাহা দূর হঠো। কোনওটায় আবার, শুভেন্দু দা ধ্রুব সাহার বিরুদ্ধে ইডি সিবিআই তদন্ত হবে না কেন জবাব চাই। খবর পেয়েই পোস্টারগু🦂লি ছিঁড়ে ফেলেন বিজেপি কর্মীরাই। পোস্টার কারা লাগিয়েছে জানা যায়নি।
ধ্রুব সাহা জেলা সভাপতি হওয়ার পর থেকেই আদি - নব্য দ্বন্দে বীরভূমে জেরবার বিজেপি। দলের প্রাক্তন জেলা সভাপতি দুধকুমার মণ্ডলের অনুগামীরা ধ্রুব সাহাকে জেলা সভাপতি হিসাবে মেনে নিতে নারাজ। তাদের দাবি, জেলায় যখন বিজেপির পতাকা ধরার লোক ছিল না তখন থেকে সংগঠন করছেন দুধকুমারবাবু ও তাঁর অনুগামীরা। তার সঙ্গে যোগ হয়েছে অনুপম হাজরার বিদ্রোহ। তি💝নি তো ধ্রুব সাহার বিরুদ্ধে খুনের চেষ্🥂টার অভিযোগ করেছেন অনুপম।
রাজনৈতিক মহলের মতে, গোষ্ঠীকোন্দলের জন্যই অনুব্রতহীন বীরভূমে এখনো শিকড় ছড়াতে পারেনি বিজেপি। এই অবস্থা চলতে থাকলে আগামীতেও ভালো কিছু করতে পারার সম্ভাবনা🍎 কম।