মরশুমের শেষ বেলায় ফের তুষারপাত সান্দাকফুতে। রবিবার সকাল থেকে সান্দাকফুতে চলছে তু💖ষারপাত। বরফের সাদা চাদরে ঢেকে গোটা সিঙ্গালিলাল জাতীয় উদ্যান। তুষারপাতে স্থানীয় জনজীবন ব্যহত হলেও খুশি পর্যটকরা।
পাহাড়ে চলছে বৃষ্টিপাত
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সমতলসহ পাহাড়ে কয়েকদিন ধরেই ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাত চলছে। কোথাও কোথাও আবার শিলাবৃষ্টিও লক্ষ্য করা গিয়েছে। বৃহস্পতি ও শুক্রবারের আবহাওযꦚ়া স্বাভাবিক থাকলেও শনিবার প্রায় সারাদিন মেঘাচ্ছন্ন ছিল আকাশ। শনিবার রাত থেকেই শহর শিলিগুড়ি ও পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হয়। তার ম🐠ধ্যেই মেঘের চোখ রাঙানো৷ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত শুরু হয়েছে। যদিও এখনো পর্যন্ত শহর শিলিগুড়ি কোথাও জল জমার খবর নেই।
বরফে ঢাকল সান্দাকফু
অন্যদিকে গোটা শীতকাল যে তুষারপাতের জন্য পর্যটকরা অধীর আগ্রহে অপেক্ষা করে ছিলেন। শীতের বিদায়বেলায় পর্যটকদের সমস্ত চাওয়া পাওয়া কড়ায়গণ্ডায় মিটিয়ে দিল ভরপুর তুষারপাত। কয়েকদিন ধরেই সিকিমের উঁচু জায়গাগুলির পাশাপাশি দার্জিলিংয়ের সান্দাকফুতে ব্যাপক তুষারপাত শুরু হয়েছে। রবিবার সকাল থেকেও সান্দাকফুতে তুষারপা🎀ত দেখে ভরপুর আনন্দ করতে দেখা গেলো পর্যটকদের।
রবিবার সকালে বরফে ঢাকা সান্দাকফুতে বরফ নিয়ে খেলতে দেখায় যায় পর্যটকদের। তবে স্থানীয়রা বলছ✨েন। সম্ভবত এটাই মরশুমের শেষ তুষারপাত।