আজ থেকে রাজ্যে চালু হচ্ছে দুই অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রেন। শিয়ালদা-সিউড়ি-শিয়ালদা মেমু স্পেশাল এবং হাওড়া-দিঘা-হাওড়া ❀কাণ্ডারী এক্সপ্রেস চালু হচ্ছে। যে দুই জোড়া ট্রেন প্রতিদিন চলবে।
১৩১৮০/১৩১৭৯ শিয়ালদা-সিউড়ি-শিয়ালদা মেমু স্পেশাল (Sealdah-Siuri-Sealdah MEMU Express):
রবিꦫবার আনুষ্ঠানিকভাবে শিয়𝔍ালদা-সিউড়ি-শিয়ালদা মেমু স্পেশাল পরিষেবা শুরু হয়েছে। উদ্বোধনী যাত্রায় সিউড়ি-শিয়ালদা মেমু একমুখী যাত্রা সম্পন্ন করেছে। আজ থেকে পুরোদমে আপ-ডাউন অভিমুখে যাত্রা শুরু হতে চলেছে। প্রতিদিন ভোরে সিউড়ি থেকে ট্রেন ছাড়বে। আবার ফিরতি পথে বিকেলে শিয়ালদা থেকে ছাড়বে মেমু স্পেশাল।
১) সিউড়ি-শিয়ালদা মেমু স্পেশাল
প্রতিদিন ভোর ৫ টা ২০ মিনিটে সিউড়ি স্টেশন থেকে মেমু স্পেশাল ছাড়বে। যে ট্রেন শিয়ালদায় পৌঁছাবে সকাল ৯ টা ৫৭ মিনিটে। যাত্রাপথে পাণ্ডবেশ্বর থেকে ভোর ৫ টা ৫১ মিনিট, অন্ডাল থেকে সকাল ৬ টা ২২ মিনিট, দুর্গাপুর থেকে সকাল ৬ টা ৩৮ মিনিট, পানাগড় থেকে সকাল ৬ টা ৫১ মিনিট, বর্ধমান থেকে সকাল ৭ไ টা ৩০ মিনিট, ব্যান্ডেল থেকে সকাল ৮ টা ৩২ মিনিট এবং নৈহাটি থেকে সকাল ৮ টা ৫৮ মিনিটে মেমু ছেড়ে বেরিয়ে যাবে।
২) শিয়ালদা-সিউড়ি মেমু স্পেশাল
প্রতিদিন বিকেল ৫ টা ২৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে। রাত ১০ টা ১৫ মিনিটে সিউড়িতে পৌঁছাবে। নৈহাটি থেকে সন্ধ্যা ৬ টা ১২ মিনিট, ব্যান্ডেল থেকে সন্ধ্যা ৬ টাꩵ ৩৪ মিনিট, বর্ধমান থেকে সন্ধꦓ্যা ৭ টা ৩৫ মিনিট, পানাগড় থেকে রাত ৮ টা ২৬ মিনিট, দুর্গাপুর থেকে রাত ৮ টা ৩৮ মিনিট, অন্ডাল থেকে রাত ৯ টা ৪ মিনিট এবং পাণ্ডবেশ্বর থেকে রাত ৯ টা ৩২ মিনিটে ট্রেন ছেড়ে বেরিয়ে যাবে।
কোন স্টেশনে কতক্ষণ দ♉াঁড়াবে? নৈহা🦩টি, ব্যান্ডেল, বর্ধমান, পানাগড়, দুর্গাপুর, অন্ডাল এবং পাণ্ডবেশ্বরে ট্রেন ছাড়ার সময় দেওয়া হয়েছে। নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান এবং অন্ডালে দু'মিনিট ট্রেন দাঁড়াবে। বাকি স্টেশনগুলিতে এক মিনিট স্টপেজ দেওয়া হবে।
২২৮৯৭/২২৮৯৮ হাওড়া-দিঘা-হাওড়া কাণ্ডারী এক্সপ্রেস (Howrah-Digha-Howrah Kandari Express)
১) ২২৮৯৭ হাওড়া-দিঘা কাণ্ডারী এক্সপ্রেস: প্রতিদিন দুপুর ২ টো ২৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। বিকেল ৫ টা ৫০ মিনিটে দিঘায় পৌঁছা🍸বে। আজ (১ অগস্ট) থেকে পরিষেবা শুরু হবে।
২) ২২৮৯৮ দিঘা-হাওড়া কাণ্ডারী এক্সপ্রেস: প্রতিদিন সন্ধ্যা ৬ টা ২৫ মিনিটে দিঘা থেকে ছাড়বে। রাত ৯ টা ৪৫ মিনিটে হাওড়ায় পৌঁছ🥃াবে। আজ (১ অগস্ট) থেকে শুরু হবে পরিষেবা।
সেই পরিস্থিতিতে আজ থেকে ০৮০০১/০৮০০২ হাওড়া-দিঘা-হাওড়া স্পেশাল বা❀তিল থাকছে।