'সাতাত্তর'- বুধবার অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি) মামলায় কলকাতা হাইকোর্টের রায়ের পরে সেই সংখ্যাটাই বারবার উঠে আসছে। ওই রায়ের কপিতে বলা হয়েছে, ‘এই আদালত মনে করছে যে মুসলিমদের ৭৭টি শ্রেণিকে অনগ্রসর বলে চিহ൩্নিত করার বিষয়টি সার্বিকভাবে পুরো সম্প্রদায়ের জন্য অপমানজনক। রাজনৈতি🔥ক স্বার্থে ওই সম্প্রদায়গুলিকে যে পণ্য হিসেবে ব্যবহার করা হয়নি, তা নিয়ে আদালত যে সন্দেহ-মুক্ত, তা নয়। যে যে ঘটনার রেশ ধরে (ওই) ৭৭টি শ্রেণিকে ওবিসি তকমা দেওয়ার হয়েছিল, তা দেখে এটা স্পষ্ট যে (ওই শ্রেণিগুলিকে) ভোটব্যাঙ্ক হিসেবে গণ্য করা হয়েছিল।’
সেইসঙ্গে বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ জানিয়েছে, রাজনৈতিক স্বার্থে কোনও সম্প্রদায়ের কোনও শ্রেণিকে ওবিসি তকমা দেওয়ার ফে সংশ্লিষ্ট শ্র🔜েণিকে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের দয়ায় চলতে হয়। সেই বিষয়টি (ওই শ্রেণিগুলিকে) অন্যান্য অধিকার থেকে বঞ্চিত করে রাখতে পারে। তাই এই ধরনের সংরক্ষণের বিষয়টি সার্বিকভাবে ভারতের গণতন্ত্র এবং সংবিধানের পরিপন্থী।
কলকাতা হাইকোর্টের রায়ে কোন কোন শ্রেণির উল্লেখ করা হয়েছে?
১) চাসাট্টি (চাষা)।
২) বেলদার মুসলিম।
৩) খোট্টা (মুসলিম)।
৪) সর্দার (মুসলিম)।
৫) নিকারি।
৬) মহলদার।
৭) ঢুকরে (মুসলিম)।
৮) বসনি (মুসলিম)।
৯) আবদাল (মুসলিম)।
১০) কান (মুসলিম)।
১১) টুটিয়া (মুসলিম)।
১২) গায়েন (মুসলিম)।
১৩) ভাটিয়া মুসলিম।
১৪) মিদ্যে (মুসলিম)।
১৫) মল্লিক (মুসলিম)।
১৬) কালান্দর (মুসলিম)।
১৭) লস্কর (মুসলিম)।
১৮) বৈদ্য (মুসলিম)।
১৯) জমাদার (মুসলিম)।
২০) ছুতোর মিস্ত্রি (মুসলিম)।
২১) দফাদার (মুসলিম)।
২২) মাল (মুসলিম)।
২৩) পাটনি/মাজি (মুসলিম)।
২৪) মুচি-চামার (মুসলিম)।
২৫) নেহারিয়া।
২৬) মুসলিম হালদার।
২৭) শিউলি (মুসলিম)।
২৮) মুসলিম মণ্ডল।
২৯) মুসলিম সাঁপুই।
৩০) মুসলিম বিশ্বাস।
৩১) মুসলিম মালি।
৩২) ঘোসি।
৩৩) দর্জি/ওস্তাগর/ইদ্রিসি।
৩৪) রাজমিস্ত্রি।
৩৫) ভাতিয়ারা।
৩৬) মোল্লা।
৩৭) ঢালি (মুসলিম)।
৩৮) তালপাখা বেনিয়া।
৩৯) মুসলিম পিয়াদা।
৪০) মুসলিম বারুজীবী/বারুই।
৪১) ব্যাপারি মুসলিম।
৪২) পেঞ্চি।
৪৩) ভাঙ্গি (মুসলিম)।
৪৪) ধাত্রী/দাই (মুসলিম)।
৪৫) ঘরামি (মুসলিম)।
৪৬) ঘোরখান (মুসলিম)।
৪৭) গোলদার (মুসলিম)।
৪৮) হালসানা (মুসলিম)।
৪৯) কয়াল (মুসলিম)।
৫০) নাইয়া (মুসলিম)।
৫১) শিকারি (মুসলিম)।
৫২) আদলদার (মুসলিম)।
৫৩) আখান/আকান/আকুঞ্জি (মুসলিম)।
৫৪) বাগ (মুসলিম)।
৫৫) চাপরাশি (মুসলিম)।
৫৬) চুরিহার (মুসলিম)।
৫৭) দপতরি (মুসলিম)।
৫৮) দেওয়ান (মুসলিম)।
৫৯) ধবক (মুসলিম)।
৬০) গাজি (মুসলিম)।
৬১) খান (মুসলিম)।
৬২) কোলু (মুসলিম)।
৬৩) মাজি (হিন্দু)।
৬৪) মালিতা/মালিতা/মালিত্য (মুসলিম)।
৬৫) মিস্ত্রি (মুসলিম)।
৬৬) পাইক (মুসলিম)।
৬৭) পৈলান (মুসলিম)।
৬৮) পুরকাইত (মুসলিম)।
৬৯) সানা (মুসলিম)।
৭০) সারাং (মুসলিম)।
৭১) সরকার (মুসলিম)।
৭২) শাহ (ফকির), শা⭕হ, শা (মুসলিম), সাহাজি (মুস꧃লিম), ফকির।
৭৩) তরফদার (মুসলিম)।
৭৪) গাভারা।
৭৫) মৌলি (মুসলিম)।
৭৬) সেপাই (মুসলিম)।
২০১০ সাল থেকে আর কোন কোন শ্রেণিকে ‘ওবিসি’ ঘোষণা করা হয়েছিল?
৭৭) শেখ।
৭৮) বায়েন (মুসলিম)।
৭৯) ভুঁইয়া (মুসলিম)।
৮০) বোরা (মুসলিম)।
৮১) গোরে (মুসলিম)।
৮২) হাতি (মুসলিম)।
৮৩) জাটুয়া (মুসলিম)।
৮৪) খন্দেকার বা খঙ্কর (মুসলিম)।
৮৫) পাহার (মুসলিম)।
৮৬) রাফতান (মুসলিম)।
৮৭) বরাদি (মুসলিম)।
৮৮) দালাল (মুসলিম)।
৮৯) হোসেন গোয়ালা (মুসলিম)।
৯০) খালাসি (মুসলিম)।
৯১) কিচনি (মুসলিম)।
৯২) মুক্তি/মুফতি (মুসলিম)।
৯৩) কালাল/ইরাকি।
৯৪) কালোয়ার।
৯৫) আট্ট (মুসলিম)।
৯৬) খানসামা।
৯৭) সরলা/সারওয়ালা (মুসলিম)।
৯৮) বাগানি (মুসলিম)।
৯৯) ভাণ্ডারী (মুসলিম)।
১০০) হাওয়াইকার (মুসলিম)।
১০১) খাজনক্রিয়া / খাজনক্রিয়া (মুসলিম)।
১০২) কাথা (মুসলিম)।
১০৩) মুদি/মেহদি (মুসলিম)।
১০৪) সাহানা (মুসলিম)।
১০৫) কাজি (মুসলিম)।
১০৬) কোতল (মুসলিম)।
১০৭) গুরুং।
১০৭) হাজারি (মুসলিম)।
১০৮) লায়েক (মুসলিম)।
১০৯) খাস।
১১০) শিকদার (মুসলিম)।
১১১) চৌধুরী (মুসলিম)।
১১২) বৈরাগী/বৈষ্ণব।