ট্রেনযাত্রীদের দুশ্চিন্তার অন্ত নেই। শুক্রবার থেকে টানা ১৪দিন ধরে দুর্ভোগ পোহানো শুরু হল যাত্রীদের। প💃ূর্ব রেলের ঘোষণা অনুসারে ব্যান্ডেল ও মগরা স্টেশনের মধ্যে থার্ড লাইনের সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। ১৩ মে থেকে ২৬মে পর্যন্ত ট্রেন চলাচলে সমস্যা হবে। এরপর ২৭ মে থেকে ২৯ মে পর্যন্ত ব্যান্ডেল জংশন স্টেশনটি সাময়িকভাব বন্ধ থাকবে। তবে আপাতত টানা দু সপ্তাহ ধরে হাওড়া- বর্ধমান মেইন লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটবে।
সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত ব্য🗹ানꦏ্ডেল স্টেশনে কোনও ট্রেন ঢুকবে না। বহু লোকাল ট্রেন এজন্য বাতিল করা হয়েছে। পাশাপাশি একাধিক ট্রেনকে অন্য রুট দিয়ে ঘুরিয়ে দ✨েওয়া হচ্ছে। এদিকে আগাম✱ী দিনে যাতে পরিষেবা আরও উন্নত হয় সেকারণেই দিনে চারঘণ্টা করে এই দুর্ভোগ পোহাতে হবে যাত্রীদের। এমনটাই খবর স্থানীয় সূত্রে।
রেল সূত্রে খবর, রেললাইনে কাজের জন্য বিদ্যুৎ সংযোগও কিছুক্ষণের জন্য ꧟বন্ধ থাকবে। ব্যান্ডেল স্টেশনের রুট রিলে কেবিনটিরও আধুনিকীকরণ ও স্থানান্তর করা হচ্ছে। তার জেরেই ট্রেন চলাচলকে স্থগিত রাখা হয়েছে। এদিকে মগরা অথবা ত্রিবেণী যেতে গেলে বর্তমানে যাত্রীদের ভরসা সড়কপথ। সেক্ষেত্রে অটোতে, বাসে ঘুরপথে যেতে গিয়ে ꧂যাত্রীদের অতিরিক্ত কিছু খরচ হতে পারে।&nbs💎p;
সব মিলিয়ে ৬৮টি লোকাল ট্রেন ও ১২টি এক্সপ্রেস ট্রেনকে বাতিল করা হচ্ছে। ওই সময়ের মধ্যে হাওড়ার জন্য ট্রেন পাবেন চুঁচুড✤়া থেকে। অন্যদিকে মগরা থেকে বর্ধমান যাওয়ার ট্রেনগুলি পাবেন। কাটোয়ার ট্রেনগুলি ত্রিবেণী থেকে পাবেন।