গরু পাচারকাণ্ডে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সাক্ষী করা হয়েছে দলের সংসদ শতাব্দী রায়কে। সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে𝓰 এমনটাই জানিয়েছে সিবিআই। আর এই বিষয়টি প্রকাশ্যে আসতে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। এ নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। সাক্ষী হিসেবে শতাব্দী রায়ের নাম থাকাকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
পিছিয়ে গেল অনুব্রতকে হেফাজতে নেওয়ার মামলা, সুপ্রিম কোর্টে ꧒পরের সপ্ত🐻াহে শুনানি
এর আগে গরু পাচারকাণ্ডে শতাব্দী রায়ের নাম জড়িয়ে ছিল। সেই সময় তাকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। তদন্ত চলাকালীন বীরভূমের একটি ব্যাঙ্কে আগুন ধরে যায়। তারপরেই শতাব্দী রায়কে ১৬০ নম্বর ধারায় প্রথমে ডাকা হয়ে পরে ১৬১ নম্বর ধারায় তাকে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করে সিবিআই। গরু পাচারকাণ্ডে ৫৭ দিনের মাথায় চার্জশিট পেশ করে সিবিআই। সাপ্লিমেন্টারি চার্জশিটে সাক্ষী হ൩িসেবে নাম রয়েছে মোট ৯৫ জনের। তার মধ্যে শতাব্দী রায়ের নাম রয়েছে। শতাব্দীর বয়ান রেকর্ড করার পরেই তার নাম সাক্ষী হিসেবে দেওয়া হয়েছে বলে সিবিআই সূত্রের খবর। এই সাক্ষীর তালিকায় ৪৬ নম্বরে নাম রয়েছে শতাব্দী রায়ের। এছাড়াও বিভিন্ন ব্যাঙ্ক✨ের ম্যানেজার, কর্মীদের নাম রয়েছে সাক্ষী হিসেবে।
এদিকে চার্জশিট জমা পড়ার পর অনুব্রত মণ্ডলের জামিনের সম্ভাবনা নেই বললে মনে করছেন আইনজীবীদের একাংশ। আগামী ২৯ꦓ অক্টোবর আসানসোলের বিশেষ সিবিআই আদালতে মামলার শুনানি রয়েছে। প্রথমে চার্জশিটের উপর শুনানি হবে তারপর সাক্ষীদের একে একে ডাকা হবে। অন্যদিকে, অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লিতে নিয়ে যেতে চাইছে ইডি। সেক্ষেত্রে তাকে দিল্লিতে নিয়ে 🌃যাওয়া সম্ভব হলে অনুব্রত মণ্ডলকেউ দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য আবেদন জানাতে পারে ইডি।