বনধের দিন ভাটপাড়ায় চলল গুলি। বুধবার সকালে ভাটপাড়ায় বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লেগেছে গাড়ির চালকের কানের পাশে। আহতকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খ✱বর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং।
আরও পড়ুন - প🎀ার্সেন্ജট মিথ্যে বলেছেন’ পুলিশের মহিলা DC, বিস্ফোরক RG করের চিকিৎসকের বাবা
পড়তে থাকুন - চাইলে আজ মমতার বাড়ি অবধি ঢ﷽ুকে যেতে পারত…ভাইপো আপনি…ছোট্ট পরামর্শ দিলেন শু🍃ভেন্দু
জানা গিয়েছে, বুধবার সকালে গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরোন প্রিয়াঙ্গুবাবু। বাড়ি থেকে মিনিট তিনেক যেতেই রাস্তার পাশে পৌরসভার ময়লা তোলার গাড়ি দাঁড়িয়ে ছিল। বনধ উপলক্ষ্যে সেখানে মোয়াতেন ছিলেন পুলিশকর্মীরাও। পৌরসভার গাড়ির ꩵপাশ দিয়ে যাওয়ার সময় গাড়ির গতি কমাতেই তাঁর ওপর হামলা হয়। রাস্তার পাশ থেকে বোমা ছুড়তে শুরু করে দুষ্কৃতীরা। এর পর শুরু হয় গুলিব🉐ৃষ্টি। বিজেপি নেতা জানিয়েছেন অন্তত ৭ রাউন্ড গুলি চলেছে। পড়েছে ৬ – ৭টি বোমা। গোটা ঘটনা সোশ্যাল মিডিয়ায় লাইভ করেন গাড়িতে থাকা এক পুলিশকর্মী। এরই মধ্যে একটি গুলি গাড়ি চালকের কানের পাশ থেকে বেরিয়ে যায়।
আহত চালককে ভাটপাড়া স্টেট জꦡেনারেল হাসপাতালে নিয়ে যান বিজেপি কর্মীরা। এর পর সেখানে পৌঁছন বিজেপি নেতা অর্জুন সিং। পুলিশের ওপর ক্ষোভে ফেটে পড়েন তিনি। বলেন, পুলিশের উপস্থিতিতে গুলি চলেছে। পুলিশ ও তৃণমূল মিলে বিজেপির ওপর হামলা করেছে। এদের কাছে বিচার চেয়ে লাভ নেই। আমরা এদের ভাষাতেই এদের জবাব দেব। তিনি বলেন, হামলার পিছনে রয়েছেন তৃণমূল নেতা তরুণ সাউ ও তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। কাঁকিনাড়া থেকে দুষ্কৃতীদের আনা হয়েছিল বলে দাবি করেন তিনি।
আরও পড়ুন - ♌উড়ে গেল বাড়ির চাল, উপড়ে গেল গাছ, মাত্র ১০ ꦰমিনিটের ঝড়ে লন্ডভন্ড হাওড়ার গ্রাম
আহত গ🙈াড়ি চালককে কলকাতার বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে বলে জানা গিয়েছে। ঘটনার পর পুলিশকে ঘি🌄রে ধরে ব্যাপক বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা।