Sikkim Flash Flood: অস্ত্র ভাসিয়ে আনছে তিস্তা, নদীতে নামলেই বিরাট বিপদ Updated: 07 Oct 2023, 02:28 PM IST Satyen Pal Share তিস্তার বুকে ভেসে আসছে অস্ত্র। গোলাবারুদ আসছে সিকিম থেকে। ভয়াবহ পরিস্থিত। দেখুন সেই ছবি 1/6তিস্তার এমন ভয়াল রূপ আগে খুব কমই দেখা গিয়েছে। বর্ষায় প্রতিবছরই তীব্র স্রোত দেখা যায় তিস্তার বুকে। কিন্তু এভাবে সব কিছু ভাসিয়ে নিয়ে যাওয়া নদীর দিকে তাকালেই মন খারাপ হয়ে যাচ্ছে অনেকের। এমন তিস্তাকে দেখতে অভ্যস্ত নন অনেকেই। একের পর এক মৃতদেহ ভাসছে তিস্তার জলে। সেই সঙ্গেই তিস্তায় ভাসছে যুদ্ধ সামগ্রী। (ANI Photo) (REUTERS) 2/6মনে করা হচ্ছে সিকিমে সেনা ছাউনিতে মজুত করা ছিল এই যুদ্ধ সামগ্রী। প্রবল স্রোত গ্রাস করে সেগুলি। এরপর তিস্তার প্রবল স্রোতে টেনে আনতে শুরু করেছে এই সামগ্রী। দেখলেই শিউরে উঠতে হয়। ( কালিম্পংয়ের তিস্তাবাজারের ছবি)REUTERS/Brihat Rai (REUTERS) 3/6ইতিমধ্য়েই একাধিক দেহ উদ্ধার করা হয়েছে তিস্তা থেকে। প্রবল স্রোতে সিকিম থেকে দেহগুলি ভাসতে ভাসতে জলপাইগুড়িতে চলে আসে। তিস্তার নীল জল একেবারে ঘোলাটে হয়ে গিয়েছে। REUTERS/Brihat Rai (REUTERS) 4/6অত্যন্ত উদ্বেগের বিষয় হল মর্টার, শেল, লঞ্চারের শেল, কার্তুজ, গ্রেনেড বয়ে আনছে তিস্তা। এমনকী জলপাইগুড়িতে সেই মর্টারের বস্তা খুলতেই বিস্ফোরণ হয়েছিল। তাতে মারা গিয়েছেন একজন। সেক্ষেত্রে এই যুদ্ধ সরঞ্জাম ধরলে কী পরিস্থিতি তৈরি হতে পারে তা ভাবতেই শিউরে উঠছেন অনেকেই। সেই সঙ্গেই মানুষের শেষ সম্বলটুকুও ভাসিয়ে দিয়েছে তিস্তা। সব শেষ। REUTERS/Brihat Rai (REUTERS) 5/6সূত্রের খবর, সেবক থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত এলাকায় এবার নদীতে নজরদারি চলছে। নানা ধরনের স্বয়ংক্রিয় অস্ত্র, নাইট্রোজেন সিলিন্ডার, রেডার, হ্যান্ড মেড থার্মাল ডিভাইস, ছোট লঞ্চার, দূরবীন পাওয়া গিয়েছে। মনে করা হচ্ছে এগুলি সব সিকিমের সেনা ছাউনিতে ছিল। REUTERS/Brihat Rai (REUTERS) 6/6সেই অস্ত্র যদি অন্য় কারোর কাছে চলে যায় তবে বিপদ হতে পারে। সেকারণে অত্যন্ত সতর্ক পদক্ষেপ নিচ্ছে সেনা। সেনা জওয়ানরা বিভিন্ন জায়গায় নদীর উপর নজর রাখছে। কোথাও এই অস্ত্র নদীর পাড়ে এসে আটকে থাকছে কি না সেটা দেখা হচ্ছে। কারণ নদীর বিশাল গতিপথে পাড়ে আটকে যেতে পারে অস্ত্র। সেগুলিকে নিরাপদে রাখাটাই এখন বড় চ্যালেঞ্জ। বহু ক্ষেত্রে অস্ত্র উদ্ধার করার পরে তা নিষ্ক্রিয় করে ফেলা হচ্ছে। REUTERS/Brihat Rai (REUTERS) পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে পরবর্তী ফটো গ্যালারি