বৈধ কয়লার কারবারে এ বার তোলাবাজির অভিযোগ তুললেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি নিজে আবার কোল মানইস অ্যান্ড স্টিল স্ট্যান্ডিং কমিটির সদস্যও বটে। তিনি এই অভিযোগে জানিয়ে চিঠি লিখেছেন পূর্ব ভারতের সর্ববৃহৎ কয়লা উত্তোল🎃নক🐓ারী সংস্থা ইসিএলকে।
চিঠিতে সাংসদ অভিযোগ করেছেন অন্যায় ভাবে ব্যবসায়ীদের কাছ থেকে টন প্রতি ৬০০ টাকা করে 'তোলা' নেওয়া হচ্ছে। যদিও এ♒ নিয়ে ইসিএল তরফে এ নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়🐼া যায়নি। চিঠিতে তিনি ইসিএলের সিএমডিকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। তাঁর অভিযোগ 'তোলাবাজির সঙ্গে শাসক দলের লোকজনই জড়িত।
কয়লাপাচার কাণ্ড নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি তোলপাড়। কেন্দ্রীয় গোয়ান্দা সংস্থায় তদন্তে উঠে আসছে একের পর এক রাঘব-বোয়ালদের নাম।🃏 এমন কী খনি কর্তৃপক্ষের কয়েকজন আধিকারিকও এজেন্সির জালে। এই সময় বৈধ কয়লা ব্যবসায় তোলবাজি নিয়ে বিজেপি সাংসদের অভিযোগে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।