আইপিএল ২০২৫-র পরবর্তী পর্ব অর্থাৎ বাকি থাকা ম্যাচগুলো শনিবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি, কারণ এদিন বৃষ্টির জন্য চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ বাতিল হয়ে গেছিল। আইপিএলের এই পর্বে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারই আর ফিরতে চায়নি, কারণ ভারত-পাক অশান্😼তির আবহে তাঁরা দেশ ছেড়েছিলেন। তাই তাঁদের অনেকের দা⛄বি ছিল, তাঁরা নাকি ভয় পেয়ে গেছেন।
বিদেশিদের বার্তা শ্রেয়সের
এই আবহেই এবার বড় বার্তা দিলেন পঞ্জাব কিংস দলের ক্রিকেটার তথা অধিনায়ক শ্রেয়স আইয়ার। ভারতীয় ক্রিকেট সমর্থকরা যখন আইপিএলের বাকি পর্বে বিদেশি ক্রিকেট তারকাদের না দেখতে পাওয়ার জন্য মন খারাপ করছে, তখনই শ্🔥রেয়স বড় বার্তা দিলেন বিদেশিদের উদ্দেশ্যে। মনে করিয়ে দিলেন, এটা কিন্তু যে কোনও দেশের লিগ𓆏 নয়।
অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ছাড়াও ইংল্যা♑ন্ডের জোফ্রা আর্চার, জেমি ওভার্টন, স্যাম কারানরা আর এবারের আইপিএলে অংশ নেবে না বলে জানা গেছে। এই আবহেই ভারতীয় বোর্ড জানিয়েছে, যে নয়া ক্রিকেটারকে বদলি হিসেবে সই করানো যাবে, যাঁদের অবশ্য আইপিএলে পরের মরশুমে রিটেন করা যাবে না।
পঞ্জাব কিংসের ভিডিয়ো বার্তা
এই পরস্থিতিতে এবার পঞ্জাব কিংস দল একটি ভিডিয়ো পোস্ট করল। যেখানে দুই ক্রিকেটভক্ত নিজেদের মধ্যে কথা বলছিলেন, যদি মার্কাস স্টইনিস, জোস ইংলিসরা না আসেন আইপিএলের পরের পর্বে, তাহলে দলের কি হবে? এরই মধ্যে সেই ভিডিয়োয় দুই ক্রিকেটভক্তের সঙ্গে যোগ দেন শ্রেয়স আইয়ার। আর হাসতে হাসতেই তিনি হুঙ্কার ছুঁ♊ড়ে দেন বিদেশিদের উদ্দেশ্যে।
শ্রেয়স আইয়ার সেখানে এসে বলেন, ‘যাদের নাম নিয়ে তোমরা এত আলোচনা করছ, তাঁরা সবাই নিশ্চয় খুবই প্রতিভাবান। কিন্তু একটা কথা অবশ্যই মনে রাখো তোমরা। এই লিগটার নাম কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়র লিগ ’। এমনিতে কথাটা শুনলে মনে হতে পারে শ্রেয়স হয়ত ভারতীয় ক্রিকেটারদের বিষয়ে কথা বলতেই এই কথা বলেছেন। কিন্তু অনেকেই এর পিছনে অন্য একটি মানে খুঁজে পাচ্ছেন। কারণ এর আগে ইংল্যান্ডের ক্রিকেটার হ্যারি ব্রুক আইপিএল থেকে সরে দাঁড়ানোয় তাঁকে নির্বাসিত করা হয়।
দঃ আফ্রিকা ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই ক্রিকেটারদের এনওসি দেওয়ার কথা খারিজ করে দিয়েছে। তাঁরা চাইছে আসন্ন বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে যে ক্রিকেটাররা খেলবেন তাঁরা যেন আগে থেকেই দলের সঙ্গে যোগ দেন। তাঁরা জানিয়েছেন মে মাসের ২৫ তারিখের মধ্যে যেন ক্রিকেটাররা দেশে ফেরেন। ইংল্যান্ডের তরফেও একই তারিখ নির্ধারি🃏ত করা হয়েছে, যাতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাঁদের ক্রিকেটাররা খেলতে পারে। অর্থাৎ ইংল্যান্ড বা দঃ আফ্রিকার ক্রিকেটাররা প্লে অফ বা ফাইনালে খেলতে পারবেন না। যদিও অস্ট্রেলিয়ার ক্রিকেটার🍸রা আইপিএলের বাকি ম্যাচে সম্ভবত খেলবেন। জোশ হ্যাজেলউডের আপাতত চোট থাকলেও তিনি আরসিবিতে প্লে অফের আগে যোগ দেবেন বলে জানা গেছে।