গত বৃহস্পতিবার ভারতীয় চলচ্চিত্র জগতের পথিকৃৎ দাদা সাহেব ফালকের বায়োপি💎ক নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেছিলেন আমির খান। রাজকুমার হিরানির সঙ্গে যুক্ত হয়ে তিনি এই বায়োপিক পর্দায় নিয়ে আসবেন বলে জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সবকিছুই ঠিক ছিল কিন্তু তার মধ্যেই ঘটলো বিবাদ।
আমির খানের ঘোষণা করার পরেই দাদাসাহেব ফালকের আরও একটি বায়োপিক🍬ের ঘোষণা করেন দক্ষিণ ইন্ডাস্ট্রি সুপারস্টার জুনিয়ার এনটিআর। অভিনেতা জানান ফালক🍌ের চরিত্রে তিনি অভিনয় করতে চলেছেন। পরিচালক এস এস রাজামৌলি। ছবির নাম এবং ফাস্ট লুক পর্যন্ত প্রকাশ্যে নিয়ে আসেন তিনি।
আরও পড়ুন: বলি সেল꧂িব্রিটিদের এমন ৭ ℱচুম্বন মুহূর্ত, যা এক সময় তৈরি করেছিল বিতর্ক
একদিকে যখন রাজামৌলি দাবি করেন তিনি এই ছবির চিন্তাভাবনা ২০২৩ সালেই করে ফেলেছিলেন, তখন অন্যদিকে আমির দাবি করেন, এর আগে হিন্দি ছবিতে দাদাসাহেব ফালকে ♓ওপর কাজ করার কথা কেউ চিন্তাভাবনা করেননি। স্পষ্টভাবেই দুই ইন্ডাস্ট্রির মধ্যে একটি বায়োপিক নিয়ে তৈꦰরি হয়ে যায় দ্বন্দ্ব। এই দড়ি টানাটানির মধ্যেই এবার এই বিষয়ে মুখ খুললেন দাদা সাহেব ফালকের নাতি।
রাজামৌলির ‘মেড ইন ইন্ডিয়া’ প্রসঙ্গে দাদা সাহেব ফালকের নাতি চন্দ্রশেখর শ্রীকৃষ্ণ পুসালকরকে জিজ্ঞাসা করায় তিনি ব্যাপারটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। আমির খানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে তিনি জানান, দক্ষিণী পরিচালক নাকি বায়োপিক নিয়ে কোনওদিন ত🧸াঁর সঙ্গে যোগাযোগই করেননি।
চ﷽ন্দ্রশেখর বলেন, ‘আমি রাজামৌলির প্রকল্প নিয়ে আলোচনা শুনেছি কিন্তু তাঁরা আমার সঙ্গে যোগাযোগ করেননি। যদি কেউ দাদাসাহেব ফালকের ওপর ছবি ত𝐆ৈরি করার চিন্তাভাবনা করেন, তাহলে সবার আগে পরিবারের সঙ্গে কথা বলা উচিত। পরিবারকে উপেক্ষা করে কিছুই করা যাবে না কারণ আমরাই সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে বিবরণ করতে পারব।’
আরও পড়ুন: সি সেকশনের বদলে 𝄹নরম্যাল ডেলিভারির সিদ্ধান্ত! মেয়ে আথিয়াকে নিয়ে গর্বিত সুনীল, বললেন...
আরও পড়ুন: অপেক্ষার অবসান! প্রকাশ্যে এল ধামাল ৪ মুক্তির দিন, কবে আসছে🔯 অজয়-রীতেশদের ছবি?
আমিরের প্রশংসায় পঞ্চমুখ হয়ে তিনি বলেন, ‘রাজকুমার হিরানির সহকারী প্রযোজক হিন্দুকুশ ভরদ্বাজ তিন বছর ধরে আমার সঙ্গে যোগাযোগ রেখেছেন। আমির খান, রাজকুমার হিরানি এব𝓰ং তাদের গোটা টিম এই বিষয়টি নিয়ে কঠোর পরিশ্রম করেছেন। গত ৩ বছর ধরে বারবার আমার সঙ্গে দেখা করেছেন সহকারী প্রযোজক। প্রত্যেক বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসা করেছেন আমায়, রীতিমতো গবেষণা করেছেন।’
ফালকের নাতি আরও বলেন, ‘আমি বারবার ওদের বলেছি, তোমরা সকলে এগিয়ে যাও। আমার ক✤োনও আপত্তি নেই। তোমরা সৎ ভাবে কাজ করেছো, আমি ভীষণ খুশি। আমিরের অভিনয় দেখ𓆉ে আমি ভীষণ আনন্দিত। সরস্বতী বাই ফালকের চরিত্রে বিদ্যা বালানকে নেওয়া উচিত।’