যাত্রীদের ভিড়ের কথা মাথায় রেখে আজ (মঙ্গলবার) থেকে বাড়তি ১৪ টি লোকাল ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল। সাতটি ট্রেন চলবে আপ লাইনে। বাᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ🌊ᩚ𒀱ᩚᩚᩚকি সাতটি ডাউন ট্রেন চলবে।
সোমবার সন্ধ্যায় দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, পরিষেবা শুরুর পর থেকে রোজ ৮১ টি লোকাল ট্রেন চালানো🍨 হয়েছে। কিন্তু যাত্রীদের ভিড় ক্রমশ বাড়ছে। তাই করোনাভাইরাস বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রাখতে আগামিকাল (১৭ নভেম্বর ▨অর্থাৎ মঙ্গলবার) থেকে আপ ও ডাউন মিলিয়ে ৯৫ টি লোকাল ট্রেন চলবে। ১৪ টি বাড়তি ট্রেনের সময় দেওযা হয়েছে।
দেখে নিন নয়া আপ ট্রেনের সূচি
১) ৩৮৭০৫ হাওড়া-খড়্গপুর : ভোর ৪ টে ৫৫ মিনিট।
২) হাওড়া-মেদিনীপুর : ভোর ৫ টা ৩৫ মিনিট।
৩) হাওড়া-পাঁশকুড়া : সকাল ৯ টা ৫০ মিনিট।
৪) হাওড়া-পাঁশকুড়া : দুপুর ১ টা ১০ মিনিট।
৫) হাওড়া-পাঁশকুড়া : বিকেল ৫ টা।
৬) হাওড়া-মেচেদা : রাত ৮ টা ৫ মিনিট।
৭) হাওড়া-পাঁশকুড়া : রাত ১০ টা ২৫ মিনিট।
দেখে নিন নয়া ডাউন ট্রেনের সূচি
১) মেচেদা-হাওড়া : রাত ৩ টে ৫ মিনিট।
২) খড়্গপুর-হাওড়া : সকাল ৬ টা ৫৫ মিনিট।
৩) পাঁশকুড়া-হাওড়া : সকাল ৮ টা ২৫ মিনিট।
৪) মেদিনীপুর-হাওড়া : সকাল ৯ টা ১০ মিনিট।
৫) পাঁশকুড়া-হাওড়া : বিকেল ৩ টে ৫৭ মিনিট।
৬) পাঁশকুড়া-হাওড়া : বিকেল ৫ টা ৪৫ মিনিট।
৭) পাঁশকুড়া-হাওড়া : সন্ধ্যা ৭ টা ১০ মিনিট।