গরুপাচার মামলায় জামিন মিলল না তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। শুক্রবার তাঁকে ভার্চুয়ালি আসানসোলের সিবিআই আদালতে পেশ করা হলে বিচারক তাঁর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। আগামী ১৭ মার্চ এই মাম🌠লার পরবর্তী শুনানি। যদিও এ দিন অনুব্রতর আইনজীবী তাঁর জামিনের আবেদন জানাননি। তবে অনুব্রতর শারীরিক সমস্যার কথা আদালতকে জানান। তাঁর শারীরিক অবস্থা কথা শুনে জেল কর্তৃপক্ষকে ভালোভাবে চিকিৎসা করানোর নির্দেশ দিয়েছেন বিচারক।
এদিন অনুব্রতকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে ভার্চুয়ালꦍি পে𝔍শ করা হলে বিচারক তাঁকে জিজ্ঞেস করেন, ‘শরীর কেমন আছে?’ তখন অনুব্রত প্রথমে জানান, তিনি ভালো আছেন। পরে তাঁর শারীরিক অবস্থার কথা বিচারককে জানান। তিনি বলেন, ‘শরীর ভালো নেই। ফিসচুলার জন্য কষ্ট পাচ্ছি। ফিসচুলা ফেটে গিয়েছে। রক্ত বের হচ্ছে।’ অনুব্রতর কাছ থেকে এই কথা শোনার পর জেল কর্তৃপক্ষকে ভালোভাবে অনুব্রতর চিকিৎসা করার নির্দেশ দেন বিচারক। প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে যাওয়♛ার জন্য জোরচর্চা শুরু হয়েছে। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত অনুব্রত মণ্ডলকে সেখানে হাজির করানো না নিয়ে প্রশ্ন তুলেছিল। তারপরেই অনুব্রতকে দিল্লিতে নিয়ে যাওয়ার জোর প্রস্তুতি শুরু করেছিল ইডি। এরই মধ্যে দিল্লি যাত্রা আটকাতে শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয𒆙়েছেন অনুব্রত মণ্ডল। তার আগেই আজ অনুব্রত মণ্ডলকে ভার্চুয়ালি আসানসোলের সিবিআই আদালতে পেশ করা হয়।