আগামিকাল থেকে হাওড়া-বর্ধমান শাখায় একাধিক লোকাল ট্র🌼েন বাতিল থাকবে। সেজন্য বুধবার (১৪ সেপ্টেম্বর) থেকে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) মেন লাইনে মেমারি পর্যন্ত এবং কর্ড লাইনে মসাগ্রাম পর্যন্ত একগুচ্ছ বিশেষ ট্রেন চালানো হবে।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, রসুলপুর থেকে শক্তিগড়ের মধ্যে তৃতীয় লাইন নির্মাণের জন্য শক্তিগড় স্টেশনে ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক চলবে। সেজন্য বুধবা🌄র থেকে শুক্রবার পর্যন্ত হাওড়া-মেমারি-হাওড়া এবং হাওড়া-মসাগ্রাম-হাওড়ার মধ্যে একগুচ্ছ স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল। হাওড়া-মেমারি-হাওড়া এবং হাওড়া-মসাগ্রাম-হাওড়ার মধ্যে স্পেশাল ট্রেন কখন চলবে, দেখে নিন সময়সূচি -
ব্যান্ডেল থেকে মেমারি স্পেশাল ট্রেন (মেন লাইন)
- ব্যান্ডেল থেকে আপ স্পেশাল ট্রেন ছাড়বে ভোর ৩ টে ৪৫ মিনিটে। মেমারিতে ভোর ৪ টে ২৬ মিনিটে পৌঁছাবে।
- ভোর ৪ টে ২০ মিনিটে ব্যান্ডেল থেকে আপ স্পেশাল ট্রেন ছাড়বে। ভোর ৫ টা ১ মিনিটে পৌঁছাবে মেমারিতে।
হাওড়া-মেমারি স্পেশাল ট্রেন (মেন লাইন)
- আপ স্পেশাল ট্রেন হাওড়া থেকে ছাড়বে ভোর ৪ টে ১৫ মিনিটে। মেমারিতে পৌঁছাবে ভোর ৫ টা ৫৮ মিনিটে।
- ভোর ৫ টা ২৭ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। মেমারিতে সকাল ৬ টা ২১ মিনিটে পৌঁছাবে।
- হাওড়া থেকে ছাড়বে সকাল ৬ টা ২০ মিনিটে। সকাল ৭ টা ৩ মিনিটে পৌঁছাবে মেমারিতে।
- আপ স্পেশাল ট্রেন হাওড়া থেকে ছাড়বে সকাল ৬ টা ৫৮ মিনিটে। মেমারিতে পৌঁছাবে সকাল ৮ টা ৪০ মিনিটে।
- সকাল ৮ টা ৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। মেমারিতে সকাল সকাল ৯ টা ৪৮ মিনিটে পৌঁছাবে।
- হাওড়া থেকে ছাড়বে সকাল ১০ টা ৫ মিনিটে। সকাল সকাল ১১ টা ৫১ মিনিটে পৌঁছাবে মেমারিতে।
- আপ স্পেশাল ট্রেন হাওড়া থেকে ছাড়বে সকাল ১১ টা ২৫ মিনিটে। মেমারিতে পৌঁছাবে দুপুর ১ টা ৭ মিনিটে।
- দুপুর ২ টো ২০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। মেমারিতে সকাল বিকেল ৪ টে ৩ মিনিটে পৌঁছাবে।
- হাওড়া থেকে ছাড়বে দুপুর ২ টো ৫৫ মিনিটে। বিকেল ৪ টে ৩৭ মিনিটে পৌঁছাবে মেমারিতে।
- আপ স্পেশাল ট্রেন হাওড়া থেকে ছাড়বে দুপুর ৩ টে ৩০ মিনিটে। মেমারিতে পৌঁছাবে বিকেল ৫ টা ৮ মিনিটে।
- বিকেল ৪ টে ৪৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। মেমারিতে সন্ধ্যা ৬ টা ২৩ মিনিটে পৌঁছাবে।
- হাওড়া থেকে ছাড়বে বিকেল ৫ টা ৫৫ মিনিটে। সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে পৌঁছাবে মেমারিতে।
- আপ স্পেশাল ট্রেন হাওড়া থেকে ছাড়বে সন্ধ্যা ৬ টা ৩৫ মিনিটে। মেমারিতে পৌঁছাবে রাত ৮ টা ১৩ মিনিটে।
- সন্ধ্যা ৭ টা ১০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। মেমারিতে রাত ৮ টা ৫২ মিনিটে পৌঁছাবে।
- হাওড়া থেকে ছাড়বে রাত ৮ টা ২০ মিনিটে। রাত ৯ টা ৩১ মিনিটে পৌঁছাবে মেমারিতে।
- হাওড়া থেকে ছাড়বে রাত ১০ টা ১০ মিনিটে। রাত ১১ টা ৫১ মিনিটে পৌঁছাবে মেমারিতে।
মেমারি-হাওড়া স্পেশাল ট্রেন (মেন লাইন)
- ভোর ৪ টে ৩৫ মিনিট।
- ভোর ৫ টা ৩০ মিনিট।
- সকাল ৬ টা ১০ মিনিট।
- সকাল ৭ টা ১৫ মিনিট।
- সকাল ৮ টা ১৫ মিনিট।
- সকাল ৮ টা ৫০ মিনিট।
- সকাল ৯ টা ৫৫ মিনিট।
- বেলা ১২ টা।
- দুপুর ১ টা ২০ মিনিট।
- বিকেল ৪ টে ২০ মিনিট।
- বিকেল ৪ টে ৫০ মিনিট।
- বিকেল ৫ টা ২০ মিনিট।
- সন্ধ্যা ৬ টা ৩৫ মিনিট।
- সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট।
- রাত ৮ টা ২৫ মিনিট।
- রাত ৯ টা ৫ মিনিট।
- রাত ৯ টা ৪৫ মিনিট।
- রাত ১২ টা ১০ মিনিট (ব্যান্ডেল পর্যন্ত)।
হাওড়া-মসাগ্রাম শাটল লোকাল (কর্ড লাইন)
- আপ স্পেশাল ট্রেন হাওড়া থেকে ছাড়বে ভোর ৪ টেয়। মসাগ্রামে পৌঁছাবে ভোর ৫ টা ২৮ মিনিটে।
- ভোর ৪ টে ৫৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। মসাগ্রামে সকাল ৬ টা ২১ মিনিটে পৌঁছাবে।
- হাওড়া থেকে ছাড়বে সকাল ৬ টা ১০ মিনিটে। সকাল ৭ টা ৪৪ মিনিটে পৌঁছাবে মসাগ্রামে।
- আপ স্পেশাল ট্রেন হাওড়া থেকে ছাড়বে সকাল ৭ টা ৭ মিনিটে। মসাগ্রামে পৌঁছাবে সকাল ৮ টা ৩৭ মিনিটে।
- সকাল ৮ টে ২৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। মসাগ্রামে সকাল ১০ টা ১ মিনিটে পৌঁছাবে।
- হাওড়া থেকে ছাড়বে সকাল ১০ টা ১৫ মিনিটে। সকাল ১১ টা ৪৫ মিনিটে পৌঁছাবে মসাগ্রামে।
- আপ স্পেশাল ট্রেন হাওড়া থেকে ছাড়বে সকাল ১১ টা ২২ মিনিটে। মসাগ্রামে পৌঁছাবে দুপুর ১ টা ৮ মিনিটে।
- বেলা ১২ টে ৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। মসাগ্রামে দুপুর ১ টা ৩৫ মিনিটে পৌঁছাবে।
- হাওড়া থেকে ছাড়বে দুপুর ১ টা ৩২ মিনিটে। দুপুর ৩ টে ১১ মিনিটে পৌঁছাবে মসাগ্রামে।
- আপ স্পেশাল ট্রেন হাওড়া থেকে ছাড়বে দুপুর ২ টো ৪৫ মিনিটে। মসাগ্রামে পৌঁছাবে বিকেল ৪ টে ১৫ মিনিটে।
- সন্ধ্যা ৬ টা ৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। মসাগ্রামে সন্ধ্যা ৭ টা ৪১ মিনিটে পৌঁছাবে।
- হাওড়া থেকে ছাড়বে সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে। রাত ৮ টা ৮ মিনিটে পৌঁছাবে মসাগ্রামে।
- আপ স্পেশাল ট্রেন হাওড়া থেকে ছাড়বে সন্ধ্যা ৬ টা ৫৭ মিনিটে। মসাগ্রামে পৌঁছাবে রাত ৮ টা ৩০ মিনিটে।
- রাত ৮ টা ২০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। মসাগ্রামে রাত ৯ টা ৫৩ মিনিটে পৌঁছাবে।
- হাওড়া থেকে ছাড়বে রাত ৯ টায়। রাত ১০ টা ৩৪ মিনিটে পৌঁছাবে মসাগ্রামে।
- আপ স্পেশাল ট্রেন হাওড়া থেকে ছাড়বে রাত ১০ টা ১০ মিনিটে। মসাগ্রামে পৌঁছাবে রাত ১১ টা ৪৪ মিনিটে।
মসাগ্রাম থেকে স্পেশাল ট্রেন কখন ছাড়বে (কর্ড লাইন)?
- ভোর ৫ টে ৪০ মিনিট।
- সকাল ৬ টা ৩৫ মিনিট।
- সকাল ৮ টা ৫ মিনিট।
- সকাল ৮ টা ৪৫ মিনিট।
- সকাল ১০ টা ১৫ মিনিট।
- সকাল ১১ টা ৫৫ মিনিট।
- দুপুর ১ টা ২০ মিনিট।
- দুপুর ১ টা ৪৫ মিনিট।
- দুপুর ৩ টে ২০ মিনিট।
- বিকেল ৪ টে ৩০ মিনিট।
- সন্ধ্যা ৭ টা ৫৫ মিনিট।
- রাত ৮ টা ২০ মিনিট।
- রাত ৮ টা ৪০ মিনিট।
- রাত ১০ টা ৫ মিনিট।
- রাত ১০ টা ৪৫ মিনিট।
- রাত ১১ টা ৫৫ মিনিট।
আরও পড়ুন: Train Ticket Rules: টিকিট রাখা ফোনে, দূরপাল🐭্লার ট্রেনে ওঠার পর বন্ধ হল সেই ফোনই, জরিমানা দিতে হবে?
বিশেষ দ্রষ্টব্য
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামিকাল (১৪ সেপ্টেম্বর) থেকে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) পর্যন্ত উপরোক্ত স্পেশালꦕ ট্রেনগুলি সব স্টেশনে দাঁড়াবে। ওই ট্রেনগুলি ছাড়া হাওড়া-বর্ধমান-হাওড়া শাখা (মেন লাইন) এবং হাওড়া-বর্ধমান-হাওড়া শাখার (কর্ড লাইন) কোনও লোকাল ট্রেন চলবে না।