আজ, শনিবার থেকে পালটে যাচ্ছে একাধিক ‘স্পেশ্যাল ট্রেনের সূচি’। সবকটি ট্রেনই হাওড়া থেকে ছাড়বে বা হাওড়ায় আসবে। পশ্চিমবঙ্গ সরকারের আবেদনের ভিত্তিতে সেই সূচি পালটানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় রেল।একনজরে দেখে নিন নয়া সূচি - ১) ০২৩০৩ হাওড়া-নয়াদিল্লি স্পেশাল (ভায়া পাটনা) : প্রতি শনিবার হাওড়া থেকে ছাড়বে। প্রথম ছাড়বে আগামী ১১ জুলাই। আপাতত সপ্তাহে চার দিন হাওড়া থেকে ছাড়ে।২) ০২৩০৪ নয়াদিল্লি-হাওড়া স্পেশাল (ভায়া পাটনা) : প্রতি রবিবার নয়াদিল্লি থেকে ছাড়বে। আগামী ১২ জুলাই থেকে কার্যকর হবে নয়া সূচি। আপাতত সপ্তাহে চার দিন নয়াদিল্লি থেকে ছাড়ে।৩) ০২৩৮১ হাওড়া-নয়াদিল্লি স্পেশাল (ভায়া ধানবাদ) : প্রতি বৃহস্পতিবার হাওড়া থেকে ছাড়বে। প্রথম ছাড়বে আগামী ১৬ জুলাই। আপাতত সপ্তাহে তিন দিন হাওড়া থেকে ছাড়ে।৪) ০২৩৮২ নয়াদিল্লি-হাওড়া স্পেশাল (ভায়া ধানবাদ) : আপাতত সপ্তাহে চিন দিন নয়াদিল্লি থেকে ছাড়ে। আগামী ১৭ জুলাই সেটি সাপ্তাহিক ট্রেন হবে। প্রতি শুক্রবার দিল্লি থেকে ছাড়বে।৫) ০২৮১০ হাওড়া-মুম্বই ছত্রপতি শিবাজি মহারাজা টার্মিনাস স্পেশাল : আপাতত রোজ হাওড়া থেকে ছাড়ে। আগামী ১৫ জুলাই থেকে সপ্তাহে একদিন মিলবে। প্রতি বুধবার ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে।৬) ০২৮০৯ মুম্বই ছত্রপতি শিবাজি মহারাজা টার্মিনাস স্পেশাল-হাওড়া : প্রতি শুক্রবার মুম্বই থেকে ছাড়বে। প্রথম ছাড়বে আগামী ১৭ জুলাই। আপাতত রোজ চলে।৭) ০২৮৩৩ আমদাবাদ-হাওড়া স্পেশাল : প্রতি সপ্তাহে সোমবার আমদাবাদ থেকে ছাড়বে। প্রথম যাত্রা শুরু করবে আগামী ১৩ জুলাই। আপাতত ট্রেনটি রোজ আমদাবাদ থেকে ছাড়ছে।এছাড়া ইতিমধ্যে শুক্রবার থেকেই দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-আমদাবাদ স্পেশাল (০২৮৩৪) সাপ্তাহিক হিসেবে চলাচল শুরু করেছে। নয়া সূচি অনুযায়ী, হাওড়া থেকে প্রতি শুক্রবার আমদাবাদগামী ট্রেন মিলবে।