উত্তরবঙ্গ জুড়ে অনুভূত হল ভূমিকম্প। শিলিগুড়ি ও ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চলে জোড়া কম্পন অনুভূত হয়েছে। জানা গিয়েছে এই ভূমিকম্পটির কেন্দ্রস্থল মিজোরামে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬। দুপুর ৩টে ৪২ মিনিটে এই কম্পন অনুভূত হয় বলে জানা গিয়েছে। এরপর দুপুর ৩টে ৫৫ মিনিটে আর🥃ও একটি কম্পন অনু♊ভূত হয়।
জানা গিয়েছে, মায়ানমার-ভারত সীমান্তে এই ভূমিকম্পের উত্সস্থল ছিল। মিজোরামের চম্পাই থেকে ৫৮ কিলো𝕴মিটার দূরে এই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল। কম্পনের কেন্দ্রস্থলের অবস্থান ছিল ভূপৃষ্ঠ ♎থেকে ৬০ কিলোমিটার গভীরে। আজকের এই কম্পন বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীতেও অনুভূত হয়। তাছাড়া মণিপুর, অসমের মতো উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও কম্পন অনুভূত হয়।
কম্পনে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে আতঙ্কে মানুষনকে বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসতে দেখা যায়। উত্তরবঙ্গে ডুয়ার্স, দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কম বেশি কম্পন অনুভূত হয়। এর আগে 🌳গত ৬ জানুয়ারিও কেঁপে উঠেছিল উত্তরবঙ্গ। সেই কম্পনের কেন্দ্রস্থল ছিল ভুটান।