ট্যাব কেনার জন্য টাকা না পাওযার অভিযোগে প্রধান শিক্ষককে আটকে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা। ঘটনা ঘিরে উত্তেজনা ছড়াল বীরভূম সিউড়ির সরকারি স্কুল চত্বরে। শুক্রবার ঘটনাটি ঘটেছে সিউড়ির চন্দ্রগতি হাইস্কুলে। এদিন ট্যাব কেনꩲার জন্য রাজ্য সরকার ঘোষিত ১০ হাজার টাকা না পেয়ে ওই স্কুলের ১১ জন ছাত্র প্রধান শিক্ষককে আটক♏ে রেখে বিক্ষোভ দেখায়।
স্কুল থেকে বেরিয়ে যেতে চাইলে তাঁকে আটকে রাখার অভিযোগ ওঠে পড়ুযাদের বিরুদ্ধে। ঘটনায় দীর্ঘক্ষণ ওই শিক্ষক স🌌্কুলেই আটকে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিউড়ি থানার পুলিশ। এর পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি 🦄নিয়ন্ত্রণে আসে।
টাকা না পাওয়ার বিষয়ে প্রধান শিক্ষক বলেন, ‘ট্যাবের জন্য ১২৬ জন ছাত্রের নাম পাঠানো হয়েছে। অভ্যন্তরীণ সমস্যার কারণে বেশ কয়েকজন পড়ুয়া টাকা পা🅰য়নি।’ তিনি আরও বলেন, ‘আমি প্রত্যেকের নাম পাঠিয়ে দিয়েছিলাম। তবে কী কারণে তারা টাকা পেল না, এবিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানতে চাইব।’
অন্যদিকে, বিক্ষোভ෴রত পড়ুয়াদের অভিযোগ, প্রধান শিক্ষক ইচ্ছাকৃতভাবে ১১ জন পড়ুয়ার নাম পাঠাননি। তারা আরও জানিয়েছে, কী কারণে এখনও পর্যন্ত আমাদের নাম পাঠানো হয়নি, তা বুঝতে পারছি না। এ নিয়ে প্রধান শিক্ষক কোনও সদুত্তর দিতে পারেননি বলে দাবি বিক্ষোভরত পড়ুয়াদেরꦐ।