সরস্বতী পুজোয় বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে দেরি করে ফেরায় মায়ের বকুনিতে অভিমানে আত্মঘাতী হল এক কিশোরী। বৃহস্পতিবার নন্দকুমারের মাধবপুরের ঘটনা। নিহত ফতেমা খাতুন (১৬) স্থানীয় স্কুলের দশম শ্রেণির পড়ুয়া।পরিবার সূত্রে জানা গিয়েছে, ফতেমা কিসমত নাইকান্ডি হাই স্কুলে পড়ত। শিক্ষকরা জানাচ্ছেন, শান্ত প্রকৃতির এই ছাত্রীর পড়াশুনোর পাশাপাশি খেলাধুলায় অত্যন্ত আগ্রহ ছিল। নিহতের মা হানুফা বিবি জানান, সরস্বতী পুজোর সকালে শাড়ি পরে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরোয় ফতেমা। কিন্তু দিন গড়িয়ে সন্ধে নামলেও বাড়ি ফেরেনি সে। সন্ধ্যা ৬টায় বাড়ি ফিরতেই তাঁকে বকাবকি করেন তিনি। এর পরই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় ষোড়শী। বেশ কিছুক্ষণ পরেও দরজা না খোলায় কান্নাকাটি শুরু করে দেন হানুফা বিবি। প্রতিবেশীরা এসে পুলিশে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢুকে ফতেমার ঝুলন্ত দেহ উদ্ধার করে।প্রতিবেশীরা জানাচ্ছেন, ফতেমারা ৪ ভাই বোন। বাবা খড়গপুরে রাজমিস্ত্রির কাজ করেন। দাদারা দিল্লিতে থাকেন। মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে থাকত ফতেমা ও তার বোন। এলাকায় নম্র – ভদ্র মেয়ে বলেই পরিচিত ছিল সে।কিশোরীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে নন্দকুমার থানার পুলিশ।